পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ ভানুমতী চিত্তবিলাস * , সজল নয়নে আমি বসিতু উঠিয়া । শিয়রে না দেখি মাত উঠি কান্দিয় ॥ হের দেখ অঙ্গ মম কঁপিছে সঘন। স্পন্দন করিছে মোর দক্ষিণ নয়ন ॥ গ্রাম সিংহ কন্দে গ্রামে থাকিয়৷২ । দিবা ভাগে শিবা বৃন্দ উঠিছে ডাকিয় ! অলক্ষণ বিনা নহে এ সব লক্ষণে | নাহি জানি কিবা ঘটে তোমার ভবনে। গদ্য । লক্ষ মুম্বপু কি দুঃস্বপু হউক ফৰ্ম স্বপুস্বপূবং আমার নিঃশব্দে এই বোধ হয়। ইহা কেবল মনের ভূম অর্থাং ও অতি রাত্রি কিম্ব দিনমানে নিদ্রবেশে মনের ভূমণ চিন্ত্ৰিত এতাবত মনোমধ্যে অনর্থক কল্পনা ও জল্পন রূপে ] ও আলোচনী ফল রচনা মাত্র। সবিত্রী কহেন যে আমার গৃহ হইতে জলধি কুমারী কি না লক্ষ্মী পয়ন করিয়াছেন । এ কথা কে বিশ্বাস করিবে, কেননা আমার ভাণ্ডারে ধন পূর্ণ অাছে, এর ধনই লক্ষ্মী, তবে লক্ষ্মী কি রূপে গমন করিলেন । লক্ষ্মী ত্যাগ কলে আপনার দ্রব্য সামগ্রী কড়াকড়ী প্রায় ফেলিয়া যান না। সবিত্রীর এই স্বপু স্বপুমাত্র, আর হরিপ্রিয় কি কোন তস্করের প্রিয়া হইবে আমার অর্থের অনুসন্ধানে আসিয়াছিল, যাহা হউক কল্য আমি পুনৰ্বার ভাণ্ডার খুলিয়া লেখাকরিয়া দেখিব যে কি আছে कि नोड़े उांशं उ रा#ि ७क रुड़ दछे अरुद्र शम्न তবে কাহারে রক্ষা নাই আমার ধন সকলের শূল হইয়াছে। ইচ্ছা হয় সকলকে শূলে দেই। যদি সকলে যায় সেও ভাল কেবল ধন থাকে আমি তা