পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূল, শশি, [ উপর হুইতে ] नाफेद । ぐが○ কেননা হইল সেই শশির উদয়। অমৃদয়ে যত দেখি অন্ধকার ময় ॥ সসজ আছয়ে ভরি সত্বর গামিনী । পবম গমনে যাবে দেশ উজ্জয়িনী। দুলালের প্রবেশ ও শশিমুর্থীর উপর প্রকোষ্টে পুরুষের বেশে উদয়। হের দেখ পূর্ণ শশি উদয় হইল। তমোন শি জোৎস্ন! যার জগত ঘেরিল | আলোকে পুলক চিন্ত হইবে তোমার। তিলেক বিচ্ছেদে যার সব অন্ধকার ॥ রক্ষম নিষ্ঠুর রাহু যখন আদিবে। শশির গ্রহণ জন তখন হইবে ॥ স্বরায় গোপন কর রাক চন্দ্রমুখী। তাঁর আরোহণে হও উজ্জয়িনী মুখী। ক্ষণেক ধৈরজ ধর শুন প্রিয় বর। হের ধর লও অর্থ অম্বরে সম্বর। অমূল্য রতন আছে কঁপির ভিতর। যতনে রাখহ ধন যাইব সত্বর। ধরিয়ু যুবক বেশ হইয়া যুবতী। অধোমুখে হাসিতেছে পতি সহ রতি। আপনার বেশ দেখি লজ্জা হয় মনে । লাজে মরি হরি হরি যাইব কেমনে। কেমনে ঢাকিব লাজে লাজ হয় মনে । লাজের খাইয় মীথ যাই বা কেমনে। প্রমদ তস্কর করে তিমিরের আশ । চন্দ্রের উদয়ে হৈল লজ্জার প্রকাশ। লজ্জা রূপ লজ্জা রাখ শশির মিনতি ॥ লঙ্কায় না মরি প্রাণে এই কর গতি। শশিমুখীর উপর প্রকোষ্ট হইতে অদর্শন