পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१७ ভানুমতী চিত্তবিলাস গুণের সমান মাত্র পুরস্কার ঘটে। অযোগ্য পুরুষ কোথা হবে ভাগ্যবান। যোগ্যতা বিহীন কোথা হইবে প্রধান ৷ রাজ্য ধন আর যত পদের সন্মান । • অযোগ্য জনার ভাগ্যে নহেক বিধান ॥ গুণগ্রাম মতে যদি হয় পুরস্কার। প্রকৃত গুণির তবে হয় প্রতিকার। ভাক্তসন্ত্রান্তের তবে মান হয় চুর। নির্ধন গুণির মান হইবে প্রচুর। মান্য বংশে বহু তবে দৃষ্ট হবে চাস । ক্ষুদ্র ঘরে হৈতে পারে সম্বুমের বাস৷ ভানুমতী যোগ্য আমি জ্ঞান করি এই। রজত সম্পূট খুলি ভাগ্যে থাকে যেই। রজতের কাটি দেহ আমার করেতে। জীবনের কাটি সেই রাজার ঘরেতে। বিষ্ণুশৰ্ম্ম, হের ধর রৌপ্য কাটি লহ যুবরাজ। ডাল মুক্ত করি দেখ সম্পুটের মাঝ । ভান্থ প্রতি রূপ যদি রজতে হইবে। তবে রাজ ভানুমতী তোমারে বরিবে। বিজয়, হায় হায় হতভাগ্যে আজি কি ঘটিল। (রঙ্গতের ভাতুর প্রতিমা নাহি রজতে মিলিল ॥ ডালাযুক্ত বাতুল নেড়ীর মূৰ্ত্তি আছয়ে পড়িয়। করেন) জামা বিড়ম্বিতে বুঝি রাখিল গড়িয়া। না হয় তামুর যোগ্য নহেক আমার। আশার করল নাশ এই মূৰ্ত্তি ছার। রজত করিলা দেখ এই অঙ্গীকার। তোমারে সাধিলে পায় যেই যোগ্য যার। আমার গুণের কিৰা এই পুরস্কার। পড়ি দেখি করি করে কিবা কাব্য আর ॥