পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০
ভানুসিংহের পদাবলী।

ছূটি আসয়ি বোলে “শুনলো,,
 শ্যামক বাঁশরি বাজে।”
আনমনে সো অবলা বালা
 বৈসয়ি গুৰুজন মাঝে,
তুয়া নাম বঁধু লিখত ভূমি পর,
 চমকি মুছই পুন লাজে।
নিঠুর শ্যামরে, কৈসে অব তুঁহুঁ
 রহত দূর মথুরায়—
ঘোর রজনী কৈস গোঁয়ায়সি
 কৈস দিবস তব যায়!
কৈস মিটাওসি প্রেম পিপাসা
 কঁহা বজাওসি বাঁশি?
পীতবাস তুঁহু কথিরে[১] ছোড়লি,
 কথি সো বঙ্কিম হাসি?
কনক হার অব পহিরলি কণ্ঠে,
 কথি ফেকলি বন মালা?

  1. কথি—কোথায়।