পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহের পদাবলী।
১৭

মধুর কাননে মধুর বাঁশরী
 বজায় হমারি নাম!
কত কত যুগ সখি পুণ্য করমু হম,
 দেবত করমু ধেয়ান,
তবত মিলল সখি শ্যাম রতন মম,
 শ্যাম হমারই প্রাণ।
শ্যাম রে————
শুনত শুনত তব মোহন বাঁশি
 জপত জপত তব নামে,
সাধ ভইল ময় দেহ ডুবায়ব
 চাঁদ-উজল যমুনামে!
“চলহ তুরিত গতি শ্যাম চকিত অতি,
 ধরহ সখীজন হাত,
নীদ-মগন মহী, ভয় ডর কছু নহি,
ভানু চলে তব সাথ।”