পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০
ভানুসিংহের পদাবলী।

(৯)


মিশ্র জয়জয়ন্তী।

সতিমির রজনী, সচকিত সজনী
 শূন্য নিকুঞ্জ অরণ্য!
কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে
 বালা বিরহ-বিষণ্ণ!
নীল অকাশে, তারক ভাসে
 যমুনা গাওত গান,
পাদপ মরমর, নির্ঝর ঝরঝর
 কুসুমিত বল্লি বিতান।
তৃষিত নয়ানে, বন-পথ পানে।
 চায় বিয়াকুল বালা,
দেখ ন পাওয়ে, আঁখ ফিরাওয়ে
 গাঁথে বন-ফুল মালা।