পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহের পদাবলী।
৩৯

(১৬)


ভৈরবী।

 হম সখি দারিদ নারী!
জনম অবধি হম পীরিতি করনু
 মোচনু লোচন-বারি।
রূপ নাহি মম, কছুই নাহি গুণ
 দুখিনী আহির জাতি,
নাহি জানি কছু বিলাস-ভঙ্গিম
 যৌবন গরবে মাতি।
অবলা রমণী, ক্ষুদ্র হৃদয় ভরি
 পীরিত করনে জানি;
এক নিমিখ পল, নিরখি শ্যাম জনি
 সোই বহুত করি মানি।
কুঞ্জ পথে যব নিরখি সজনি হম,
 শ্যামক চরণক চীনা,