পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৮
ভানুসিংহের পদাবলী।

(২১)


বা।

মরণরে,
 তুঁহুঁ মম শ্যাম সমান!
মেঘ বরণ তুঝ, মেঘ জটাজুট,
রক্ত কমল কর, রক্ত অধর-পুট,
তাপ-বিমোচন কৰুণ কোর তব,
 মৃত্যু অমৃত করে দান!
 তুহু মম শ্যাম সমান।

মরণরে,
 শ্যাম তোঁহারই নাম,
চির বিসরল যব্‌, নিরদয় মাধব
 তুঁহুঁ ন ভইবি মোয় বাম!