পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



ভানুসিংহের পদাবলী।

দুখিনী রাধা হাসব হরখে
 হেরয়ি তছু মুখপানে।
ভরমিব দুঁহু মিলি সারা বনময়
 মোহন যমুনা তীরে,
মাতল মানস আকুল ভইবে
 অতি মৃদু মন্দ সমীরে।
নীরব রাতে ধীর ধীর অতি
 বাঁশি বজাওবে শ্যাম,
উলসিত ফুলদল পুলকিত যমুনা,
 জাগবে কানন ধাম।
ভানু কহত অতি গহন রয়ন[১] অব,
 বসন্ত সমীর শ্বাসে
আকুল বিহ্বল রিঝ উনমতল,
 নয়ান মূদয়ি আসে।

  1. রয়ন—রজনী।