পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমানরাজ্য । ^3 অস্ত্ৰ খুড়-পূর্বক ধৰ্ম্মযুদ্ধে বাহির হইল, এবং ধনাত্ত প্ত পরমার্থ সুখের আশাভে তাহার ঐ কৰ্ম্মে একান্তমন হইয়া একেবারে দিগ্বিজয় আরম্ভ করিল। তাহদের খড়নাগ্নে বড় বড় রাজার৷ নতশির হইতে লাগিলেন । • অদ্বিতীয় রুম রাজ্য ঐ সময়ে অসভ্য জাতীয়দের দেীরত্ম্যে ছিন্ন ভিন্ন, এবং খৃষ্টানদিগের কলহানলে দগ্ধপ্রায় হইয়াছিল । এবং পরিসদেশীয় রাজীদিগের ভাদুশ বলবীৰ্য্য ছিল না, উপহার কখন অংছেন কখৰু নাই এই ভাৰ প্রাপ্ত হইয়ছিলেন । অতএব কেহই আরবদিগের সঙ্গে সংগ্রাম করিতে সমর্থ হইলেন না। । তাহার। মার মার শব্দে চতুর্ভিকে বিস্তৃত হইয় পড়িল, এবং মহম্মদের মৃত্যুরু কিছুকাল পরেই পারসরাজ্য ছিন্ন ত্তিঙ্গ করিল । তাহীর দুই ভিন বৎসর পরে রুমরাজ্যস্তগত সিরিয়াদেশ জয় করিল। তৎপরে আফ্রিকাতে xরামানদিগের ষবিউীয় অধিকার হস্তগত করিল, এবং ইউরোপে স্পেন ও ফরাস দেশ অধিকার করিল। এই প্রকার মহম্মদের মৃত্যুর পর এক শত বৎসর অতীত না হইতেই ইউরোপ আফুিকা ও আসিয়া খণ্ডে মহাপ্রলয় উপস্থিত হইল । আরবের সকল দেশ জয় করিতে লাগিল । তাহীদের খড়নাগ্রে সকল লেকি নত হইল । সুতরাং বোগদাদ দেশ অতি বিখ্যাত হইয়া