বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বালীন । `డి জয় করিতে পারিলেন না, ভাহাতে তিনি শ্বয়ং সসৈন্যে বঙ্গদেশে গমন করিলেন । তেগ্রিল র্তাহ’র আগমনে ভীত হইয়া সসৈন্য অরণ্যে পলাস’করিলেন । বালীলের এক জন সেনানী তাহার সন্ধান পাইয় চল্লিশ জন মতুষ্য লইয়া ভঁাহাকে অfক্রমণ করিলেন । তেগ্রিল এই সেনাপভি ও উহার চল্লিশ জন সঙ্গীকে অনায়াসে বিনাশ করিতে পরিভেল, কিন্তু পশ্চাতে রাজসেনা মাসিতেছে এই ভয়ে তাহ! না করিয়া পলায়নের চেষ্টা করিলেন, তাহাতে নদী পার হইবার সময় ঐ সেনাপতি ঊাহাকে বধ করিলেন । ভাগ্রলের মৃত্যুর পঞ্চ বtলীন বঙ্গদেশে অনেক অত্যাচীর করিলেন, পরে আপনার দ্বিতীয় পুত্র কেরীকে তথ{কার অধিপতি করিয়া দিল্লী প্রতিগমন করিলেন । তদনন্তর তিনি পুনৰ্ব্বীর বঙ্গদেশে আসিবার কম্পন করিয়াছিলেন, কিন্তু হার সভাস্থ লোকের উাহাকে নিরস্ত করিলেন । ইহtয় কিছুকাল পরে উtহার জ্যেষ্ঠ পুত্র সাহদের মৃত্যু হইল । ঐ রাজপুত্র পঞ্জাবের সুবাদার ছিলেন । পত বঙ্গদেশের বিদ্রোহ শাস্তি করিয়া দিল্লীতে প্রভftমন করিলে, তিনি র্তাহীর সহিত সাক্ষাৎ করিতে সিয়াছিলেন । পরে পরিস দেশের রাজা আর# ধ। অনেক মোগল সৈন্য লইয়া পঞ্জাব আক্রমণ লে তিনি ভথায় যাইয় তাহাকে পরাজয় করেন ।