পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> > br ভারতবর্ষের ইতিহাস । মুসলমানের যে সকল হিন্দুনারী রণবন্দী করিয়া লইয়। যাইভেন তাহীদের সঙ্গেও আহার ব্যবহার কাঁতেন । এতদ্দেশে যে সকল মুসলমান এক্ষণে দেখা যায় ইহাম; ঐ সকল হিস্থনরীদিগের গর্ভজাত । আরো দৃষ্ট হুইস্তেছে ইলোরার গুহ সকল অfলউদ্দীনের রাজত্বকালে প্রথম প্রকাশ হয় । এই সকল গুহ নরকীৰ্ত্তির মধ্যে অতি অদ্ভুত। মনুষ্যের দ্বার। যে সকল বস্তু নিৰ্ম্মিত হইয়াছে, মিশর দেশের প্রস্তরময় গোরস্থান সকল তন্মধ্যে অতি প্রশংসনীয় ও অtশ্চর্য্য, কিন্তু ইলোয়ার গুহ! তা স্থা অপেক্ষাও অদ্ভূত । এই পুস্তকের প্রথম ভাগের ১৮৯ পৃষ্ঠাতে তদ্বিবরণ লেখা গিয়াছে । যখন কফির খাঁ মহারাষ্ট্র দেশের যুদ্ধে এৰুত্ত ছিলেন তখন আলাউদ্দীন স্বয়ং মে ওয়ার পর্বত্তে ঝালর ও সেওয়ানা নামক দুই স্থান অধিকার করেন । কাফর প্রত্যাগ হু হইলে আলাউদ্দীন শুনিলেন, tउजक्र' জয়ার্থ যে সৈন্য প্রেরিত হইয়াছিল তাহারা কৃতকাৰ্য্য হইতে পারে নাই । অভএব তিনি কাফরকে সৈন্যধ্যক্ষ করিয়া উড়িষ্যার পথ দিয়া ভদেশে প্রেরণ করিলেন । কাফর কয়েক মাস যুদ্ধ করিয়া অদ্ভুদs. লের দুর্গ জয় ও ভদেশীয় রাজীকে করস্থ করিলেন ।-- কাফর খাঁ পর বৎসর পুনৰ্ব্বার দক্ষিণ রাজ্যে গমন