বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ३२ ভারতবর্ষের ইতিহাস । করা দোষ, কেনন। সেই সময়ে সকলে আপন আপন মনের কথা প্রকাশ করে, ভাহাডে যড়যন্ত্রের ੋਭ হয় । দ্বিতীয় কারণ-বড় বড় মনুষোর কন্য। পুরের বিৰাহ দিয়া দল ও বল বৃদ্ধি করে, তাহীতে ক্রমে উচ্চ আশা ও রাজারাসন হয় । তৃতীয় কারণ—করসংগ্ৰহকারী ব্যক্তিরা দূর প্রদেশে থাকিয়া অনেক অর্থ ও ঐশ্বৰ্য্য উপাৰ্জ্জন করে, তাহাভেও তাঁহাদের অংশ বৃদ্ধি হয় এবং রাজ্যাধিকার করিবার বাঞ্ছ জন্মে । এই সকল কথা যথার্থ বিবেচনা করিয়া অtলীউদীন আজ্ঞা করিলেন র্তাহার রাজ্যে কোন ব্যক্তি মদ্যপান করিতে পারিবে না, এবং মন্ত্রীর স্বাক্ষরিত আজ্ঞাপত্র ভিন্ন কেহ ভোঙ্গ বা মহোৎসব দিতে পরিবে না । ধনাঢ্য লোকের কন্যা পুত্রের বিবাহ দিতে হইলে, তাহার রাজার নিকট প্রার্থনা করিবে, রাজা অনুমত্তিদিলে বিবাহ হইবে, নতুৰ হইবে না। কৃষি লোকেরা: সৰ্ব্বসাকলে এত বিষ ভূমি আবাদ করিবে, ও এতগুল। বলদ রাখিবে, তাহার অধিক রাখিতে পরিবে না। মহাজনের। অধিক cशांफ़ दी आना श्रृं९ कक्ष बिझग्न করিতে পরিবে না। রাজকৰ্ম্মকারিগণ জুরি বেতন ভোগ করিতে পরিবে না। এবং বাণিজ্য ও আর২ আর কৰ্ম্মের কর নির্ধারিত, এবং তাছ। সংগ্রহের কঠিমশ নিয়ম করিলেন। ইহা ভিন্ন কাহাকে ধনসঞ্চয় করিতে