পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》 8 ভারতবর্ষের ইতিহাস । কেও বিশ্বাস করিভেন না, কেবল কাফর উী হার প্রিয় পাত্র ছিল, ঐ ব্যক্তি, যাহা বলিত তাহা শুনিজেন, আর আর সকলকে শক্ৰ জ্ঞান করিতেন । কিন্তু ঐ ব্যক্তিনিতান্ত স্বার্থপরায়ণ এবং পরস্ত্রকাতর, কাহার হিত দেখিতে পারিক্ত না, অভএর উচ্চপদধারী বা উচ্চ পদাকাঙ্ক্ষী সকলকে ছলে বলে বিনাশ করিল , অবশেষে রাজরাণী ও রাজপুত্ৰগণের প্রতি রাজার মনোতন্ম হয় এজন্য তাহীদের নানা প্রকার কুৎসা করিতে লাগিল। আলাউদ্দীন প্রথমতঃ ঐ সকল কুৎসাতে কর্ণপাত করেন নাই, তাহাতে কাক্ষর উtহাকে বলল ও উঁাহার পুত্রের উtহাকে সংহার করিয়া রাজ্য লইবার ষড়যন্ত্র করিয়াছেন । রাজা ঐ কথায় "রাণী ও দুই জ্যেষ্ঠ পুত্রকে কারারুদ্ধ করাইলেন, এবং আলেফ খায়ের প্রাণদণ্ডের আজ্ঞা দিলেন । LÈ কফির কর্তৃক এবম্বিধ নানাপ্রকার দৌরাত্ম্য হইতে লাগিল। রাজসভ্য সকলে বিরক্ত হইলেন, এবং চারি দিক হুইত্তে ধ্বসন্তোষ ধ্বনি উঠিল । ঐ সময়ে গুজরাটের বিদ্রোহ্বানল পুনঃপ্রজ্বলিত হইল, চিত্তোর রাজার পুত্র, হর্মীর সিংহ ঐ রাজ্য পুনর্জয় করিলেন, এবং • রাজা রামদেবের জামাত হরিপাল রাজশ্নভূত্ব অস্বী কার করিয়া মুহারাষ্ট্র রাজ্য হইতে মুসলমান সেনাগণকে দুর্গত্ব কুরিলেন। এই কলু কুসংবাদে আলা: