বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fফরোজ তোগঙ্গক । Y 8 Y উীহাদিগের নাম উঠাইয়া দিলেন । তাহার প্রমত্ত্ব বুদ্ধির আর এক দৃষ্টান্ত এই--দক্ষিণ রাজ্যে যাইয়া তাহার দন্তপীড়া হইয়াছিল, তাহতে একটা দস্তু ভগ্ন এ হওয়াতে তিনি মহা ধুমধামে সেই দন্তটির গৌর দেন, এবং তাঁহার উপর এক প্রশস্ত মসজীদ নিৰ্ম্মাণ করেন । এই প্রকার উtহার অনেক কৰ্ম্মে উন্মত্ততার চিহ্ন দেখা গিয়াছে , তাহার দৌরাত্ম্য ও অতিবাদ ছিল, এই জন্য উপহার রাজত্বকালে অনেক বিদ্রোহু উপস্থিত হইয়াছিল । তিনি আপন ক্ষমতাতে অনেক বিদ্রোহ দমন করিয়াছিলেন বটে, কিন্তু উtহার রাজত্ব আরিস্তুে এই তীরভূবর্ষে মুসলমানদিগের যন্ত অধিকার ছিল, উtহার মৃত্যুকালে ভtহার অনেক হস্তান্তরিত হইয়ঃছল । যে সকল রাজ্য হস্তান্তর হয় নাই, তাছাতেও মুমুল মানদিগের বড় প্রভূত্ব ছিল না । মহম্মদ সৰ্ব্বশুদ্ধ ২৭ বৎসর রাজত্ব করেন । ফিরোঞ্জ তোগল্পক । ို} মহম্মদের মৃত্যুর পর উtহার সৈন্যকং ৪৪৫৩ I গণ একেবারে ছিন্ন ভিন্ন হইয়া পড়িল । তাহাতে প্রবল মোগলের সকল রাজকৰ্ম্মে প্রভূত্ব করি*-বাঞ্ছা করিল, কিন্তু এই দেশীয় প্রধানের একত্র