পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե- ভারতবর্ষের ইতিহাস । সন্ধুজয়ের পর কাশীম কানাকুবজে যাইবার মানস করিয়ছিলেন । কোন কোন গ্রন্থকার লেখেন তিনি মিবার রাজ্যে উদয়পুর পর্যন্ত গিয়াছিলেন । একথা সম্ভব নহে, ध्रेश সহস্র সৈন্য লইয়। তিনি তথায় যাইবেন ইহা সকলে বিশ্বাস করেন না ! কেহ বলেন তিনি ঐ স্থান পর্যন্ত গমন করিলে রঘুবংশতিলক ত্রীরামচন্দ্রের পুত্ৰ লবের বংশোদ্ভব গুহ পরিবারস্থ ৰূপান" এক রাজপুত্র উহাকে পরাস্ত করেন । , ۶مله হিজরী ৯৬ অব্দে কাশীমের মৃতুল্প-পর্য সিন্ধুরাজ্য ১ ৩২ বৎসর পর্য স্তু তাহর উত্তরাধিকারীর হস্তে ছিল, ... ... । পরে মুমেরুবাসী রজগুভের আরব 布冬 o দিগের সঙ্কে বিবাদ করিয়া ভ*হtদিগকে ঐ রাজ্য হইতে দূরীকৃত করে । এই বিধ:দর বিবরণ আমরা কিছুই অবগত হইতে পারি নাই । প্তদবধি আরবের এ ভদ্দেশে আর আইমে নাই । . আরবের ধৰ্ম্মযুদ্ধে প্রবৃত্ত হইয়। ষে সকল দেশ অধিকার করে, ভষ্মধ্যে মাউরুগ্নহার দেশের যেমন উন্নতি হইয়াছিল, তার কোন দেশের ভদ্ধপত্যু নাই । ঐ রাজ্য হিন্দুকুশের উত্তর পশ্চিম স্বাধীনতম বলিয়া খ্যাণ্ড । ইহার পশ্চিমে কাস্পিয়ান সমুদ্র, পুৰ্ব্বে ইমাস পৰ্ব্বত, দক্ষিণ আফিমস্ নদী এবং উত্তরে জাকজৰ্ত্তিম নদী প্রবাহিত আছে। এই দেশের ভূমি