পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^ 88 ভারতবর্ষের ইতিহাস । গার, এক শত চিকিৎসালয়, দেড়শত সেতু, এক শত পথিকপান্থ, ৩০ ট। জলাশয়, ৩০ টা চতুষ্পাঠী, ৪ • ট মসজীদ, ৫০ টা বাধ এবং সুরম্য হৰ্ম্ম্য ও স্তম্ভ ইত্যাদি অনেক নিৰ্ম্মাণ করিয়াছিলেন । এই সকল কীর্ভিস্থ মধ্যে কতক অদ্যপি বর্তমান আছে । বিশেষ হিমালক্ষের যে স্থান হইতে যমুনা নিঃসৃত হইয়াছে, ঐ স্থান হইতে কর্ণাল দিয়। হাসীহাস পর্যন্ত যে খাল খনন করা হইয়াfছল "হাই সৰ্ব্বোৎকৃষ্ট । পুৰ্ব্বে ইহার এক শাখা ঘাঘর নদীতে গিয়া মিলিয়াছিল । শতদ্র নদীর সহিত অপর শাখার যোগ ছিল । এই খালের দ্বারা কৃষিকৰ্ম্মের অপরিসীম উপকার হইভ । ফিরে। জের মৃত্যুর পর এই খাল ক্রমশঃ অব্যবহার্য্য হইয়ছিল, ইংরাজের ইহার কিয়দংশের পঙ্কে{দ্ধার করিয়। দিয়াছেন, ঐ অংশ হাসী পর্যন্ত বিস্তৃত অংছে এবং ভাই; অস্থান একশত ক্রোশ হইবে, ভাহাদিয়া এক্ষণে কাষ্ঠের মাড় ও মহজনী ণেীক্ষা ও আর২ অনেক দ্রব্য আইসে । ঐ অঞ্চলের কৃষিকর্মের সাহায্যের নিমিত্ত ঐ খাল খনন কল্প হয় । কিন্তু জুলুরা তথাকার লোকের আর ২ অনেক উপকার হইয়াছে। পূৰ্ব্বে ভদ্র মনুষ্যের কেবল পশ্বাদি পালন করিয়া সামান্যরূপে * দিনপাত করিভ, এক্ষণে কৃষিকৰ্ম্মের আনুকূল্য হওয়াতে কাহাদিগের উপজীবিকার প্রচুর উপায় হইয়াছে L