পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R e ভারতবর্ষের ইতিহাস । যখন ঐ রাজ্যাধিপভি ইলিক খ্ৰীঃ দুই জন স্বীয় সেনাপতি কর্তৃক হস্ত হইলেন, তখন তিনি উজবকদিগের সহিত মন্ত্রণা করির বেtথার ও সমরকন্ধ রাজ্য ধ্বংস এবং মাউরুন্নছার প্রদেশ আপন রাজ্য-ভূক্ত করিলেন । এই কৰ্ম্ম তাহীর আর ২ সকল কৰ্ম্ম হইতে গুরুতর বলিত্তে হইবে, কেননা ইহাতে কাস্পিয়ান সমুদ্র অবধি সিন্ধুনদী পর্যন্ত তাৰৎ স্থান উাহার অধীন হইল । নবম যাত্ৰা –মাউরুগ্ন হার জয় করিয়া মহমুদের আকাসক্ষ আরো বৃদ্ধি হইল । অভএব তিনি, ৪৪৯ অব্দে, এক লক্ষ অশ্বtcরাহী ও ত্ৰিশ সহস্ৰ পদাভিক সৈন্য লইয়; কাশ্মীর দিয়া কান্যকুবজে যাত্ৰা করিলেন কানাকুবুজ দেশ হিন্দুস্থানে অতি বিখ্যাত । এভদেশীয় লোক ও মুসলমান-ইতিহাস-লেখকের সকলেই ঐ স্থানের সৌন্দর্ঘ্য ও ধুমধামের প্রশংসা করিয়াছেন । উাহীরা লেখেন ঐ স্থালে এমন এমন উচ্চ মন্দির" ছিল, যে তাহার চুড়া গগণ-ঈশ স্কৰিয়ছে, একথা বলিলেও সম্ভব পায়, এবং ঐ নগরে এভ ঐশ্বৰ্য্যশালী লোক বfম ৰুরিত যে ভাসূল বিক্রয় জন্য ৩• • • • খান দোকান এবং সঙ্গীত-ব্যবসায়ী ৬• • • • মনুষ্য ছিল । ইহা ভিন্ন রাজার ভিন লক্ষ পদাভিক্ষ, দুই লক্ষ ধনুৰ্দ্ধর, এক লক্ষ Ş. :রোহী ও অনেক রণমাতঙ্গ ছিল । যুদ্ধকালে যখনy4 সকল সেন। এক স্থান হইত্তে আর এক Y 函