বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহমুদ গজনবী । دي يح ভেন যে দিল্লী ও কানাকুবক্ষে পাপ প্রবেশ করিয়াfছল, এজন্য ঐ রাজ্য পতন হইয়াছে, কিন্তু পূৰ্ণ ভূমি গুজরাটে পাপমাত্র নই, অতএব অস্পশীয় যবনের . ই পুণ্যভূমি স্পর্ণ করিস্তে পরিবে না। যবনরাজ এই ভ্রান্তি দূরীকরণ জন্য অনেক সৈন্য সমভিব্যাহার - } হিজরী ৪১৫ অব্দে মূলস্থান দিয়। গুজরাটে 행 : 8 ******J #f#| zsígzaĦ# এই যুদ্ধে গমনাথ মহমুদ যে সাহস করিয়াছিলেন তাহাতে উtহাকে অত্যন্ত প্রশংসা করিতে হুয়, কেমন? 書ま*び○ 'গজনী হইতে গুজরাট অনেক দূর, তন্মধ্যে ১৭৫ ক্রোশ কেৰল মরুভূমি, তাহাতে তৃণ শস্য বা জল প্রায় নাই । ঐ দুর্গন পথ দিয়া সহজে গমনাগমন করাই কঠিন । মহমুদের সমভিব্যান্ধীরে যে কত সেনা গিয়াছিল ভাঁহ লিপিবদ্ধ হয় নাই, কিন্তু বিংশতি সহস্র উষ্ট উহার স্নে'ও সঙ্গী পশুগণের আহারীয় দ্রব্যাদি বহন করিয়া গিয়’ছিল । ইহা ভিন্ন অনেক সৈন্য অ{পন অপিন দ্রব্যাদি স্ব স্ব অশ্ব ও উষ্ট্রে লইয়। গিয়াছিল । অধিকন্তু তাতার দেশীয় অনেক লোক, ধন লোতে হউক ব। ধৰ্ম্মার্থ হউক, উtহার সঙ্গে গিয়াছিলেন । এই সকল লোক ও পশ্বাদি লইয়৷ ঐ ভয়ানক দুর্গম মরুভূমি দিয়া গমন করা কেমন কঠিন তাহ পাঠকের অনায়াসে অনুমান করিবেন ।