পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Neg ভারতবর্ষের ইতিহাস মহমুদ এই দলৰল সমভিব্যাহারে আজমীরে উপনীত হইয়া দেখিলেন, তত্রস্থ রাজ প্রজা সকলে গুহ দ্বার ত্যাগ করিয়া পলায়ন করিয়াছে । তাহীতে তিনি ঐ দেশ উৎখাত্ত এবং নগর লুঠ করি:ভ অজ্ঞ দিলেন, তদনন্তর গুজরাটের রাজধানী উপনীত হইলে , তঃস্থ - ভূপতি রাজ্য ছাড়িয়া পলায়ন করলেন । भइमून હરે স্থান অনায়াসে লইভে পারিতেন, কিন্তু স্তাহ লা লইয়। একেবারে সোমনাথের মন্দিরাভিমুখে চলিলেন । ঐ মন্দির সমুদ্রের তীরে এক দুর্গের মধ্যে, তাহ প্রায় চতুর্দিকে জলে বেষ্টিভ, কেবল এক দিক স্থলসংযুক্ত, সে দিকেও অতি উচ্চ ও দৃঢ় প্রাচীর ছিল, এবং ভtহার উপর পিপীলিকা-শ্রেণীর ন্যায় সৈন্য সকল শ্রেণীবদ্ধ হইয়। যুদ্ধার্থ প্রস্তুত হইয়:ছিল । * গজনীপতি মন্দিরাভিমুখে গমন করিস্তে আরম্ভ করিলে, হিন্দুগণ দ্বতদ্বারা এই বলিয়। ভয় প্রদর্শন করিলেন,যে মুসলমানের অনেক দেৰ দেৰী নষ্ট করিয়াছে, সেই পাপের ৫tয়শ্চিত্ত জন্য সোমনাথ তা হলদিগকে এখানে আসিবার দুৰ্ম্মতি দিয়াছেন, "এখানে. আসিলেই তাহার। নিশ্চয় সবংশে ধ্বংস হইবে । মুসলমান সেনাগণ এই কথায় কর্ণপাণ্ড না করিষ্টী নিৰ্ভয়ে অতি বেগে মন্দিরাভিমুখে চলিল । হিন্দুর তাহা দেখিয়া ভগ্নেীদ্যম হুইয়। সজল-নেত্রে সেমিনী