পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-br ভারতবর্ষের ইতিহাস । ভোগ-সামগ্রী \ত্বও তিনি যোগীর ন্যায় থাকিল্গুেন, উাহার রাজরাণী ইহন্তে উহাকে রন্ধন করিয়া দিতেন। রাণী এক দিন রন্ধন করিস্টি-ই ৰহস্ত দগ্ধ করিয়া উীকার স্থানে প্রার্থনা করিলেন, রন্ধন কৰ্ম্মের জন্য আমাকে এক জন পরিচারিণী দিতে তাড়ি। হউক । রাজ। তাহাও দেন নাই । রাণী একাকিনী সকল স্থহকৰ্ম্ম ফরিতেন । ই ক! ভিন্ন ভঁ;হার এমন শ্লীলতা ছিল যে, মনুষ্যের সেরূপ প্রায় হয না । কোন সময়ে তিনি একখানি পুস্তক লিখিয়৷ এক আত্মীয় ব্যক্তিকে দেখাইলেন । সে ব্যক্তি তাঁহা দেখিয়। একটা কথা অশুদ্ধ বুলিয়া সংশোধন কবিতে বললেন । মহম্মদ তাহার কথায় সেই কথাটা সংশোধন করিলেন, কিন্তু ঐ ব্যক্তি প্রস্থান করিলে সেই কথাটা উঠাইয়। আপনার কথাট পুনৰ্ব্বার লিখিয়া রাখলেন । কোন ব্যক্তি তাহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি উত্তর করিলেন, এই কথ। শুদ্ধ লেখা ছিল । কিন্তু ভাঁহা ন কাটিলে পাছে ঐ ! বাক্তি মনঃক্ষুন্ন হয়েন, এজন্য তহি। কাটিয়াছিলাম, বাস্তবিক ঐ কথা শুদ্ধ এজন্য ভtহ। পূনৰ্ব্বার সংশোধন করিয়া রাখিলাম । এই প্রকার উtহার আর আরও অনেক গুণ ছিল । মহম্মদের পুৰ্ব্বে যে দুই তিন জন রাজা হইয়াছিলেন, উfহাদের রাজ কৰ্ম্মে অমনোযোগ ও আলস্য