পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> R c ভারতবর্ষের ইতিহাস । ইক্ষুকু রাজার পর অমুrন পঞ্চাশৎ জন রাজা দণ্ড ধারণ করেন । তদনন্তর রাম রাজ হইয়াছিলেন । রাম দশরথের পুত্র, এবং মিথিলাধিপতি চন্দ্রবংশীয় জনক রাজার কন্যা সীতাকে বিবাহ করেন । কিন্তু রাজ্য প্রাপ্তির পুৰ্ব্বে তিনি বিমাতার অজ্ঞায় এবং পিতার সত্যপালমাথ রাজ্য পরিত্য;গ করিয়া বন প্রবাস করেন। সীতাও উহার সঙ্গে বন গঠন করিয়াছিলেন । ঐ সময়ে রাবণ লঙ্কার রাজা ছিলেন । তিনি সীতার অলৌকিক সৌন্দর্য্যে মোহিত হইয়া ভঁাহাকে হরণ কবেন । রাম, সী তার উদ্ধার জন্য দক্ষিণ দেশীয় রাজাদের সঙ্গে, লঙ্কায় গুমুন, করেন । রামের সঙ্গে যে সকল সৈন্য গমন করিয়-স্কিন্ধ তাহার বfনর বলিয়। উক্ত হইয়াছে* । সম্ভবতঃ ইহার দক্ষিণ দেশীয় অসত্য লোক । ইহীর স্কঙ্কাংক্ট 针演可否R了 స్ధాళా এক সেতু বন্ধন করিয়াছিল । ঐ সেতু এক্ষণে ভগ্ন ই প্রশ্নদছে, ঙ্ক যে স্থানে তাহ নিৰ্ম্মিত হয় তাহা এখন পর্য্যন্ত བེ་རྩོམ་༽ রামেশ্বর নামে খ্যাত আছে । এই সেতু দ্বার। রাম লঙ্কাতে গমন করেন এবং রাব ণকে বধ করিয়া লঙ্ক জয় এবং সীতাকে উদ্ধার করেন। –À ..• রামায়ণে লিখিয়ছে ইহারান डेङ्गो दानੱਂ জন্ম গ্রহণ করিয়াছিল।