পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবর্ষের আদিপুরুষ । לא : বৎসর অপেক্ষাও অধিক পুৰ্ব্বে ঐ छाप्न মনুষ্যের বাস ছিল । ইহাতে বোধ হয় ইহারও পুৰ্ব্বে পৃথিবীতে -টিই ছিল। অতএব পৃথিবী কত কাল সৃষ্ট হইয়াছে তাহা নিশ্চয় করিয়া বলা যাইতে পারে না । খৃষ্টিয় মতে যে সময়ে পৃথিবী জলমগ্ন হয়, হিন্দু মতে তাহার কিঞ্চিৎ পর হইতে কলিযুগ আরম্ভ। এই যুগের যে অঙ্গ চলিয়া আসিতেছে, তস্থার নিশ্চয় জানা যাইতেছে ৪৯৫৭ বৎসর এই ভারতবর্ষ হিন্দুদিগের কৰ্ম্মভূমিরূপে বর্তমান আছে । ইহার বহু পুৰ্ব্বা •বধি ভারতবর্ষের নানা স্থানে নানা জাতীয় মনুষ্য বাস করিতেছে, ইহা হিন্দুশাস্ত্র দ্বারা জানা যায়। কিন্তু সময়- নিরূপণ করা কঠিন, এজন্য তদ্বিষয়ে কোন অকের আবশ্যকতা নাই । তারতবর্ষের আদিপুরুষ । কোন ২ ইউরোপীয় গ্রন্থকার লেখেন প্রথমতঃ সাইখিয়া হইতে এ দেশে লোকের সমাগম হয়, બર তাহারা এই ভারতবর্মের আদি পুরুষ, অর্থাৎ তাহাদিগের দ্বারা হিন্দুবংশের উৎপত্তি হইয়াছে। এই কথার মুল বোধ হয় এই হইবেক—পুরাণাদি প্রমাণে উপলব্ধি হইতেছে, পৃখিবীপতি প্রিয়ত্রত রাজা জম্মুদ্বীপের অধিপতি ছিলেন । অগ্নীধু প্রভৃতি উাহার, 1 হিমালয়ের উত্তর অন্য ২ বর্ষে বাস করিতেন । مز