পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হস্তিনা । S २१ .বল বিক্রমের কথা চতুৰ্দ্দিগে রাষ্ট হইল। তাহাতে ধৃতরাষ্ট উাহাদিগকে পুনরাহ্বান করিয়া ত্বৰিষ্যৎ কলহ নিবারণ জন্য হস্তিন রাজা অৰ্দ্ধাৰ্দ্ধ করিয়া একাঙ্ক আপনার পুত্রকে ও অন্যাদ্ধ ভ্রাতুষ্পত্রদিগকে দিলেন । তাঁহাতে দুৰ্য্যোধন হস্তিন নগরে রাজা হইলেন, এবং যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে রাজধানী করিলেন। リ রাজধানী ক্রমে ২ অতি প্রবল হইল এবং কিছুকানৈ মধ্যে রাজা যুধিষ্ঠির অনেক দেশ জয় কারলেন । কথিত আছে উত্তরে হিমালয়, দক্ষিণে লঙ্ক, পশ্চিমে সিন্ধুদেশ ও পূৰ্ব্বে মগধ পৰ্য্যন্ত উiহার অধিকার হইয়াছিল, এবং অনেক যবন ভূপতিও উহার মধীনতা স্বীকার করিয়াছিলেন । *... " এই প্রকায় সৰ্ব্বত্ৰ ভঁহিীর জয়পতাকা উডীয়ীৈন হইলে রাজ যুধিষ্ঠির রাজস্থয় যজ্ঞ আরম্ভ করি- , লেন । এই যজ্ঞে ভারভুক্তীয় উংি রাজা উাহার, সভাস্থ হইলেন। এবং তিনি অনেক দেশ হইতে । অর্থ পাইলেন, ইহাতে দুর্য্যোধনের ঈর্ষানল লিত হইল । তিনি যুধিষ্ঠিরকে অপদস্থ । বিবিধ চেষ্টা করিলেন, কিন্তু কোন প্রকারে : করিতে নাপারিয়া, অবশেষে উহাকে দ্বত ; ক্রীড়ায় প্ৰৱৰ্ত্ত করাইলেন। ঐ ক্রীড়ায় এই গণ ইয়: যিনি পরাজিত হইবেন তিনি রাজ্য পরিত্যা করিয়: