পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ভারতবর্ষের ইতিহাস। পরে নাতি নামে অগ্নীন্ধুের এক সন্তান হিমাঙ্ক বর্ষের রাজা হন । , সেই হিমাহোর পরে ভারতবর্ষ নাম হয়। ইহাও দেখা যায়, নাভির পুত্র ঋষভদেৰ মুঞ্জ নিকটস্থ ইলাৱত প্রভূতি বর্ষ অধিকার করিয়াঞ্ছিলেন; তৎপরে ভরতের ভারতবর্ষে রাজ্য হয়। এই কারণে প্রথমতঃ হিন্দু রাজাদিগের হিমালয়ের উত্তরে বাস চিল বোধ হইতেছে। অধিকন্তু সাইথিয় হইত্তে লোক আগমনের কোন প্রমাণ পাওয়া যায় না। ঐ দেশে পুৰ্ব্বকালে যে সকল মনুষ্য বাস করিত তাহাদের আকার প্রকার কতক এই দেশের পুৰ্ব্বতন লোকের, ন্যায় ছিল । কিন্তু এই সকল কথা দ্বারা এ বিষয়ের মীমাংসা হইতে পারে না । সাইথিয় হইতে জামাদিগের পুৰ্ব্ব পুরুষদিগের এ দেশে আসিবার কথা আলুমানিক মাত্র। শুদ্ধ আকার প্রকারের সাদৃশ্য জন্য তত্ৰতা লোকদিগকে এই দেশের আদি পুরুল বিৰেচন করা যাইতে পারে না । কোন ২ ইউরোপীয় পণ্ডিতেরা ইহাও অনুমান করেন এ দেশের আদিনিবাসী শূদ্র, ব্রাহ্মণেরা ইরাণ- • বালী, ভঁাহারা তথা হইতে এ দেশে জাসিয়া শুদ্রদিগকে যুদ্ধে জয় করিয়া এ দেশ অধিকার করেন। এ কথাও আনুমানিক মাত্র, ইহার কোন প্রমাণ পাওয়_ ৰায় না। এই দেশে ব্রাহ্মণাদি চতুর্কীর্ণ চিরকাল ঘূর্ণ।