পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रूखिम ! $ 8 Y করিয়াছিল। ঐ সকল মন্দির অতি উৎকৃষ্ট স্তম্ভ দ্বার মুশোভিত, এবং তন্মধ্যে বুদ্ধদেবের অনেক অচল প্রতিমূৰ্ত্তি ছিল। বুদ্ধের এই দেশ হইতে গমন করিলে ব্রাহ্মণের সেই সকল মন্দিরে বিষ্ণুএবং শিক্ষর প্রতিমূৰ্ত্তি স্থাপিত করিলেন । অন্যান্য স্থানে ও अन्नले মন্দির নিৰ্ম্মিত হইয়াছিল । রাজা বিক্রমাদিত্যের সময়ে যে২ দেশ প্রসিদ্ধ ছিল Aভtহার নাম, ১ সরস্বতী, পঞ্জাব দেশ তদন্তৰ্গত ছিল । a-ব্লয়ারুলতাকেজস্তিনী আগর স্ত্রীনগর এবং সঙ্গী রাজ্য ছিল । ৩ মিথিলী, তাহার বর্তমান নাম ত্ৰিছত, তাঁহা কুশীনদী অবধি গণ্ডকী পর্যন্ত বিস্তুত ছিল। ৪ বঙ্গ, তন্মধ্যে গৌড়, উখরা ও মগধের কিয়দংশ ছিল । ৫ গুজ্জর, তন্মধ্যে গুজরাট ও খাদেষ ছিল, তাহার একাংশ মালৰ । ৬ উৎকল । ৭ भईोद्गाचे । ‘. ৮ তৈলঙ্গ, তাহ গোদাবরী ও কৃষ্ণানদী পৰ্য্যন্ত । ৯ কর্ণাট, তুষ্ট্র-কৃষ্ণানদীর দক্ষিণ অবধি ঘাট নামক পৰ্ব্বজুঃ্যন্ত বিস্তুত। ১• দ্রাবিড়,তাহ অধুনা তামুল দেশ । এই দশ দেশের ভাষা স্বতন্ত্র স্বতন্ত্র ছিল । বিক্রমাদিত্যের রাজস্থারম্ভের ৫৭ বৎসর পরে, অর্থাৎ ৩১•১ কলি গতাদে ইউরোপখণ্ডের মধ্যে যুদিয়া দেশে ঈশুখ্ৰীষ্ট জন্ম গ্রহণ করেন। তিনি মেরির পুত্র ঈশ্বরকুমার বলিয়া খ্যাত, এবং ইউরোপ প্রভূতি