পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হস্তিনী । } o Vi بریج পরে বিবেচনা করিলেন ষে রাজ ব্যতিরেকে রাজ্য নিৰ্ব্বাহ হইতে পারে না । অতএব হরিপ্রেম নামে এক বৈরাগীকে সিংহাসনে উপবেশন করইলেন। ইনি অতি সুপণ্ডিত ধাৰ্ম্মিকগ্রগণ্য এবং দেশের মধ্যে অতি মান্য ছিলেন, র্তাহার শাসন কাল . . . . ৭৫ ,, হরিপ্রেমের পরলোক গমনানন্তর গোবিন্দ প্রেম ম েৈম উাহীর প্রধান শিষ্য গুরুসিংহাসনের উত্তরগ্নিকারী ইলেণ্ডস্থর শাসনকাল ২-৩ , 影 তৎপরে গোপাল প্রেম রাজা হন, তিনি গোবিন্দ গ্রেমের শিষ্য, ডাহার শাসন কাল ১১৩ , গোপাল প্রেমের মৃত্যুর পর মহাপ্রেম নামে ডাহার fশষ্য রাজ। হইলেন, তিনি বাল্যকালাবধি ঈশ্বরপরাক্ষণ, সৰ্ব্বদ। উদাস চিত্ত, রাজ্য শাসনে অশক্ত হইয়া তিনি বন গমন করিলেন । র্তাহীর শাসন কাল • • • • __\•lv_ • •. ইহাতে কলি অব্দের ৪ • ২৪ i১ গত হয় । এইপ্রকার পাশা ও হিন্দু গ্রন্থে যে যে বিষয় পাওয়া গেল তাহা মিলন করিয়া লিখিলাম । বিক্রমাদিত্যের পর দিল্লীর সিংহাসনস্থ কোন রাজা রাজচক্রবর্তী হন নাই, ভারতবর্ষের প্রধান সিংহাসন বলিয়া মান্য । ృ3