পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবর্ষের আদিপুরুষ । & করিতেছে, ইহা ভূরি ভূরি গ্রন্থে প্রকাশ আছে । বরং ভারতবর্ষের লোকের পৃথিবীর অন্য খণ্ডে গিয় বসতি রিক্টছিলেন, এবং তাহীদের বংশীয়েয়া যবন প্রভূতি ন্য অন্য জাতি হইয়াছে, ইহার অনেক প্রমাণ ছে, তাহী ক্রমে লেখা যাইবে । * আক্ষেপের বিষয় এই, এই রাজ্যের পুরাক্কক্ত অপ্রাস্থ্য । পুরাণাদি গ্রন্থে ৰে সকল প্রাচীন স্বত্তান্ত পাওয়া যায় তাহ ধারাবাহিক বা কালসমম্বয়িক নহে, এবং এই সকল বিবরণ রূপক বৰ্ণনাতে পরিপুর্ণ, অতএব পর্য্যায় ক্রমে সমুদয় বৃত্তান্ত পাওয়া দুষ্কর । কিন্তু এতদৈীয় পণ্ডিতেরা ধৰ্ম্ম, মনুষ্যের ব্যবহার ও ব্যবস্থা ন্তিক বে সকল গ্রন্থ লিখিয়া গিয়াছেন তদুর এতদেশের প্রাচীন অবস্থা সম্পূর্ণরূপে জানা যায়। পঞ্চপুস্তকের মধ্যে বেদ সৰ্ব্বপ্রথমে - এই ৰে দ বহুকালবধি এতদ্দেশে প্রচলিত আছে । ইহার দ্বারা জান। ঘাইতেছে বিজ্ঞান ও জ্ঞান শাস্ত্রে এদেশীয় লোকের বহুকালাবধি পণ্ডিত ছিলেন। ইহা ভিন্ন মনুসংহিত। নামে আর এক প্রসিদ্ধ গ্রন্থ আছে, এই গ্রন্থ অতি প্রাচীন এবং.মানা, তারা এতদেশীয় লোকের ধৰ্ম্ম নীতি কৰ্ম্মকাণ্ড ও অবস্থা উত্তমরূপে অবগত হওয়া ऽiग्न ।।' * * * \ইউরোপীয় লেখকের এই দুই গ্রন্থকে অভিনব