পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

६ ॐ०N 1 ।। * : TI অন্য গ্রন্থে লেখে ৮৫৬ খুষ্টাব্দে ( কলি ৩৯৫৮) ईयाद्र বংশীয় রাজ দিগের জয়পতাকা ইন্দ্রগ্রস্থে উড়ীয়মানা হইয়াছিল, এবং রাজপুতদিগের সিংহম দে ইন্দ্র প্রস্তের শক্রদল একেবারে ক্সিয়মাণ হইয়াছিল । পৃথ্বীরাজ এই বংশীয় শেষ রাজ ছিলেন - উহাকে যুদ্ধে পরাজয় করিষা, তৎপরে মুসলমান জাতীয় পাঠানের এই রাজ্য অধিকার করিয়াছিলেন, এবং উtহাদিগের রাজ্য কালে এই প্রাচীন বিখ্যাত নগর সর্বত্তেঃভক্ষক ক্ষুদ্ধ হইয় ধন মান বল বীর্য বিক্রম শিল্প ও সৌজন্যে পুথিবীর অদ্বিতীয় রাজপাট ক্ষপে গণ্য হইয় ছিল । কিন্তু তাহও কালবশে কালের ংরাল গ্রাসে পড়িযাছে । ইন্দ্রপ্রস্থ ক্রমশঃ শ্ৰীন্দ্রষ্ট হইয়াছে । যখন শকপিত্তা রাজ্য অধিবার করেন তখন ইন্দ্র প্রস্থের তাঙ্কুশ শোভা বা সম্পত্তি ছিল না, প্রায় সকলি বিলুপ্ত হইয়াছিল, যে যৎকিঞ্চিৎ ছিল রাজ। বিক্রমাদিত্য তাহী করণ করিয়ীর নগরকে একেবারে শ্রীভ্রষ্ট করেন । ইন্দ্রপ্রন্থের অপর নাম দিল্লী । জনশ্রুতি আছে • বfঙ্গল গ্রন্থে লেখে কপি শুনদের ৪১০৯ বৎসর গত হইলে রাজা দ্বীপসিংহ ২৭৷২. রণসিংহ ২২ ৫, রাজসিংহ ৯৮, বরসিংহ ৪২১. নরসিংহ ২৫।৩, জীবনসিংহ ২০৫. তৎপরে পৃথ্বীরাজ ১৪৭ রাজত্ব করিয়াছিলেন ।