পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8br ভারতবর্ষের ইতিহাস। দিলীপ নামে তথায় এক রাজা হইয়াfছলেন, তাহীত্বে এই নাম উৎপন্ন হইয়াছে। কেহ কেহ কহেন ১১ • • বৎসর পুৰ্ব্বে ঐ স্থানে দেহল নামে এক রাজা হইয়াছিলেন, ভঁiহার নামই দিল্লীর অাদি শব্দ । পরস্তু মুসলমানের কহিয়া থাকেন, গজনির অধিপতি মহম্মদ ইন্দ্র প্রস্থে আগমনসময়ে তত্ৰত মৃত্তিকার অদ্ভূঢত প্রযুক্ত শিবির সন্নিবেশনে ক্লেশ পাইয়া নগরের নাম দহলী রাখিয়াছিলেন, তাহার অপভ্রংশে দিল্লী হইয়াছে। কিন্তু এ কথা ফিঞ্চ-শিক্ষণ ভারতবর্ষে মুসলমানদের আগমনের পূৰ্ব্বাবধি দিল্লীশব্দ প্রসিদ্ধ আছে । এক্ষণে যে দিল্লী নগর স্ত্রীড়ে তাহা এই প্রাচীন দিল্লী নহে ৷ ১৭৪২ খৃষ্টাব্দে শাহজমান রাজ tচীন দিল্লীর অনধিক দূরে এক নগর স্থাপন করিয়া তথায় রাজত্ব করেন, এই নগর সম্প্রতিকার দিল্লীa ইন্দ্রপ্রস্থ বা দিল্লীনগর ভিন্ন গঙ্গা যমুনার তীরে অtয় পাচ হিন্দুরাজ্য ছিল, অর্থাৎ মধুর। কাশী পঞ্চাল মগধ ও বঙ্গদেশ। তাহার বিবরণ পশ্চাৎ লেখা যাইতেছে । মথুরা । মখুর অতি প্রাচীন দেশ এবং শ্রীকৃষ্ণের জন্মস্থান । রাজা যযাতির জ্যেষ্ঠ পুত্র যদু পিতৃরাজ্যে বিমুখ হইয়। এইখানে আসিয়া রাজ্য স্থাপন করিয়াছিলেন। তৎ