পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ఫి ভারতবর্ষের ইতিহাস । যজ্ঞ হয় । ঐ যজ্ঞের স্থান দশাশ্বমেধের ঘাট ন}:ম , অদ্যাপি বর্তমান আছে । এই রাজবংশীয় কোন ব্যক্তির অস্থিক ও অম্বলিঞ্চ নাম্নী তুই কন্যা ছিল, তীষ্মদেব, বৈমাত্র ভ্রাতা বিচিত্রবীৰ্যোর সহিত বিবাহ দিবার জন্য তাহাদিগকে হস্তিন নগরে লইয়। যান। অনন্তর কাশীতে পৌণ্ডক নামে এক ব্যক্তি জন্মেন, তিনি শ্রীকৃষ্ণের দ্বেষ করিয়া দ্বিতীয় বসুদেব হুইবার চেষ্টা করেন। শ্ৰীকৃষ্ণ তাহীর সহিত্ত যুদ্ধ করিয়া তাহাকে বিনাশ করেন । ইহার পর কাশীর আর কোন বিবরণ পাওয়া যায় না । ১ • .৮৮ খৃষ্টাব্দে কাশীতে বুনার নামে এক রাজ ছিলেন, ইনি মুসলমান ভূপতি মহম্মদ কর্তৃক পরাস্ত হইয়। পরলোক গমন করেন । জনশ্রুতি আছে বুলার রাজার নামেতে কাশীর অপর নাম বারাণস হইয়াছে। এ ইহার কিছু দিন পরে গৌড়দেশাধিপতি মহীপাল রাজ, কাশী জয় করিয়া, স্থিরপাল ও বসন্তপাল নামে দুই ব্যক্তিকে আপনার প্রতিনিধি করিয়া ভূঁধায় পাঠান । তদনন্তর কাণী কন্যকুবুজাধিপতি রাজা চন্দ্রদেবের রাজ্যান্তর্গত হয় । অবশেষে ১২৩৬ খৃষ্টাব্দে ( কলি ৪ ৩৩৮ অব্দে ) মুসলমানের ঐ রাজা অধিকার করেন । .