পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মগধ । y & & •য়াছিলেন । ইহাও কথিত আছে ঐ প্রদেশ হইতে তিনি যে কব প্রাপ্ত হইতেন, তাক তাহার সমুদায় রাজ্যেব তৃতীয় অংশের এক অংশের অধিক । আর তিনি আপন দেশ হইতে রৌপ্য মুদ্র পাইতেন, কিন্তু “এ দেশ ইভে স্বর্ণ মুদ্র) পাইযা ছিলেন । অজা ভশত্রুর পর চারি জন ক্ষক্রিয়বংশীয রাজা হইয় ছিলেন । তৎপরে খৃষ্টাব্দের ৪ - ১ বৎসর পুৰ্ব্বে ( কfল ২৭০২) নন্দ নামে এক রাজ্য হন । তিনি শু দ্রাণীর গৰ্ত্তে জন্ম গ্রহণ করেন । কে;নহ গ্রন্থকার -লেখেন তিনি তক্ষক ব৷ নাগবংশীয় ছিলেন । ইংরাজা পুস্তকে লেখে খুষ্টের জন্মের ৬৭ বৎসর পুৰ্ব্বে সাইথিয় হইতে কতক গুলি লোক এদেশে আসিয়াছিল, শেষনাগ নামে তাহদের এক অধ্যক্ষ ছিলেন, এবং ভর্মি দর জাতীয় চিকু ছিল । এই জাতীশ্নেরা মগধ দেশ জয় করিয়াছিলেন । তাহীতে তাহদিগকে নাগ বংশীয় কহে । কেহ কেহ বলে বুদ্ধধৰ্ম্মীঘলীগকে তক্ষক বলা যাইত । যাহ হউক । নন্দ্র রাজা হইলে পর গ্রীস দেশের সিকন্দর (অলেবাদশাহ হিন্দুস্থানে আসিয়াছিলেন । ইহার 46ر rপৃষ্ণে ঐ বাদশাহ পারস দেশ বিনাশ করিয়াছিলেন । পরে ভারতবর্ষের ধনগৌরবে এবং দিগ্বিজয় অভিলাষে এক লক্ষ বিংশতি সহস্র সৈন্য সমতির হারে ভারত