পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\\ა ভারতবর্ষের ইতিহাস। । বলিয়া লিখিয়াছেন, অর্থাৎ বেদ খৃষ্টাব্দের চতুর্দশ শত বৎসর পুৰ্ব্বে এবং মনুসংহিত খৃষ্টাব্দের নয় শত বৎসর পুৰ্ব্বে সঙ্কলিত হইয়াছে। এই কথার கி. সত্য নিশ্চয় কর কঠিন । কিন্তু যদিও ইহা সভ্য 等 তথাপি এমন বিবেচনা করা যাইতে পারে ন! & হিন্থর তৎকালেরই মনুষ্য তাহার পূৰ্ব্বে ছিলেন না) খৃষ্টাব্দের চতুর্দশ শত বৎসর পূৰ্ব্বে হিন্দুদিগের দু’ উৎকৃষ্ট রীতি নীতি ও ধৰ্ম্মজ্ঞান ছিল তাহ ঐ সময়ে একেবারে উৎকৃষ্টাবস্থা প্রাপ্ত হয় নাই, বহুকালে ক্রমে ২ হইয়াছিল । কেননা মনুষ্যের সুনীতি ও সভ্যতা একেবারে হয় না, ক্রমে ২ হইয়া থাকে। অতএৰু ঐ দুই গ্রন্থের অভিনবত্ব স্বীকার করিলেও, হিস্থান দিগের প্রাচীনত্ব বিষয়ে কোন সংশয় নাই। উহার বস্থঞ্চালাবধি বিদ্যমান, ইহা নানা প্রকারে প্রকাশ আছে, তাহী ক্রমে লেখা যাইতেছে । হিন্মুজাতি । মনুসংহিতা দ্বারা জানা যাইতেছে এতদেশে প্রথমতঃ চারিমাত্র বর্ণ ছিল, ব্রাহ্মণ, ক্ষক্রিয়, ,বৈশ্য ও শূদ্র । মনু লিখিয়াছেন এই চারি বর্ণ, ব্রঙ্কুর টারি অঙ্গ অর্থাৎ ব্রাহ্মণের ফুখ, ক্ষত্রিয়েরা বাহ, বৈশ্যের উরু, এবং শুঞ্জের চরণ হইতে উদ্ভূত হইয়াছে। এই চাতু; कई८गघ्न जङञ २ क* झिल्ला, अर्थीं९ जांभाडनंब्रां অধ্যক্ষ