পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ৬৬ ভারতবর্ষের ইতিহাস । দের নাম মকরদ ঘোষ, কালিদাস মিত্র, দশরথ গুচ, দাশরথি বসু, পুরুষোত্তম দত্ত, তাহার কায়স্থ হইয়াট্রেন । বঙ্গদেশে ইহার শূদ্রের মধ্যে প্রধান । গঙ্গা যমুনার তীরস্থ এই কয়েক রাজ্য ভিন্ন উজ্জয়িনী, গুজরাট, কান্যকুব্জ, মিথিলী, আজমীর, মিব: র, যশলমীর, জয়পুর, সিন্ধু, কাশ্মীর, ও তার আর অনেক হিন্দুরাজ্য ছিল। উজ্জয়িনী । উজ্জয়িনী, মালব রাজ্যের রাজধাণী । এ কে বড় প্রাচীন বলা যায় না, কিন্তু খুষ্টাব্দের ৫৬ বৎসর পুৰ্ব্বে (৩e ৪৬ কলি অব্দে ) প্রমার বংশোদ্ভব রাজা বিক্রমাদিত্য তথাকার ভূপতি হইয়াছিলেন । র্তাহার রাজত্ব আরম্ভাবধি যে অদ চলিয়া আসিতেছে, ই রাজ্য “, siasanawa তাহীতেই উহার রাজ্যকাল নিরূপণ হইয়াছে ! বিক্রমাদিত্য অতি বিক্রমশালী ভূপতি ছিলেন । তুিলিবিদ্যা ও বিদ্বীন লোকের যথোচিত সম্মান করিতেন" মহাকবি কালিদাস র্তাহার নবরত্ব সভার ঐধ বস্তু ছিলেন । রাজ বিক্রমাদিত্য মহাকাল a། ། དེ་་་ প্রকাগু শিৱমূৰ্ত্তি উজ্জয়িনী নগরে স্থাপন করেনN রাজা বিক্রমাদিত্যের অতি বৃদ্ধাবস্থায় শালিবাহন ' র্তাহাকে সংহার করিয়ার্ডাহার রাজ্য অধিকার করেন ।