পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: १२ ভারতবর্যের ইতিহাস । ১৭৫৭ খৃষ্টাব্দে দিল্লী জয় করেন। তৎপরে দিল্লী ও আজমীর রাজ্য একসঙ্গে পতন হয় । گی মিরণব । * এই দেশ পূৰ্ব্বে মালৰ দেশীয় রাজ দিগের অধীন ছিল। পবে অযোধ্যাবাসী রামচন্দ্রের পুত্র "g বংশীয় যে রুজপুত জীযের গুজরাট অধিকার করেন, তাহীরাই এই দেশ জয় করেন । এই দেশ এখন পর্যfন্ত বৰ্জুমান । سيبسسس سم.مم.nsسمصممض معه مسمم যশলমীর । শ্ৰীকৃষ্ণুের বংশীয় জাতীয়ের এই রাজ্য স্থাপন করেন, এবং এখন পর্যন্ত ইহা ভঁাহাদের অধিকারে আছে । জয়পুর। এই রাজ্যের প্রকৃত নাম চুণ্ডাৰ। ইহা এক রক্স পুত জাতীয় রাজা কর্তৃক স্থাপিত হয় । তিনি স্ত্রীরাম চন্দ্রের পুত্র কুশের বংশজাত । এই রাজ্য এখন পর্য্যন্ত বর্তমান ।