পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উৎকল দেশ । ンb〜Q, কেশরী নামে এক রাজা তাহ দিঞ্চক ੋ। আপনি রাজ হইয়ছিলেন । এই অবধি উৎকল রাজ্যের বিবরণ প্রক্লত বলিয়; গণ্য করা যায । এই রজঃর রাজাকালে শোনপুর গোপল্লীর গহন হইতে জগন্নাথ দধের মূৰ্ত্তি পুনরানীত হয়, এবং তাহ এক ভূতন মন্দির নিৰ্ম্মি ত হয় । রাজা যযাতিকেশরী ৫১৩ খৃষ্টাব্দে পরলোক গমন করিলে স্থৰ্যকেশরী ও অনন্তকেশৰী নামে ডাক্ত র দুই পুত্র ক্রম স্বয়ে ৯৭ বৎসর রাজত্ব করেন । রাজা অনন্তকেশরী ভূবনেশ্বরের বিখ্যাত মন্দির নির্ম; করতে আরম্ভ করেন । ঐ মন্দিয় ললাটেন্ডুকেশীর রাজত্বকালে সমাপন হয় । ইহা ভিন্ন ঐ রাজা এক বিজ্ঞ 哆 ব্দে (কলি ৪২৩৩ ) চেরঙ্গ ব৷ চোরগঙ্গ নামে গঙ্গা বংশীয় এক রাঙ্গ উড়িধ্য। রাজ্য জয় করেন । কেহ বলে এই ব্যক্তি কর্ণাট হইতে আসিয়াছিলুেন । কেহ স্থির করিয়াছেন তিনি তমোলোক ও মেদিনীপুর মধ্যস্থ গঙ্গা ভীর হইতে গিয়াছিলেন, এই জন গঞ্জাবংশ নামের উৎপত্তি । য। হাই উক এই বংশীয়-রুষরা গঙ্গাবধি গোদাবরী পর্যন্ত আপনাদের অধিকার বিস্তুত করিয়াছিলেন । এই বংশীয় অনঙ্গ