পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> * তারতবর্ষের ইতিহাস । জ্জনে অশক্ত হইলে খুদ্রবৃত্তি করিবেন । শূদ্র দ্বিজসেবাতে অক্ষম হইলে শিল্প কৰ্ম্ম দারা জীবিকা উপ - জন করবেন। ইহার দ্বার স্পষ্ট বোধ হইতেছেকৰ্ম্ম ভেদেই বর্ণ ভেদ হইয়াছে । -- ইহাও দেখা যাইভেছে এক এক বংশে ব্রাহ্মণ ক্ষত্ৰিয় বৈশ্য শূদ্র চারি বর্ণের উৎপত্তি হইয়াছে। বিষ্ণুপুরাণ ৪ অংশ ১ অধ্যায়ে লেখে ট্ৰৰস্বত পুত্র করুষ হইতে মহাবল ক্ষত্রয় সকল উৎপন্ন হইN লেন। নেদিষ্ঠ নামে মনুর আর এক পুত্র ছিলেন, ভঁাহার পুত্র নাভাগ বৈশ্য হইলেন । এবং পৃষণু নামে মনুর ' আর এক পুত্র গুরুর সম্পত্তি এক গী হনন করিঞ্চ ছিলেন এজন্য তিনি শূদ্রস্থ প্রাপ্ত হইলেন । ই প্রকার মনুর কোন পুত্র ক্ষত্রিয়, কোন পুত্র বৈশ্য, কোন পুত্র শূদ্র হইলেন, অবশিষ্ট পুত্রের ব্রাহ্মণ থাকিলেন । মহাভারতীয় হরিবংশ ১১ অধ্যায়ে লেখে নাস্ত গাৱিষ্টের যে দুই পুত্র বৈশ্য হইয়াছিলেন, উহার ব্রাহ্মণ হইলেন। বিষ্ণুপুরাণ ৪ অংশ ৮ অধ্যায়ে লেখে মুনহোজের তিন পুত্র ছিলেন কাশ, লেগু, এবং গৃৎসমদ। মৃৎসমদের পুত্র শৌনক, ইহার বংশে চারি বধ উৎপন্ন হয়। বায়ুপুরাণে লেখে গৃৎসমদের পুত্র শুনক, র্তাহার পুত্র শৌনক, ডাহীর বংশে ব্রাহ্মণ,