পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ শাসন । -ধ্বন্ধিতেন, রাজা উহাকে সম্পূর্ণ রূপে বিশ্বাস করিতেন । তিনি উপদেশক স্বরূপ থাকিতেন । ইহা ভিন্ন আর ২ রাজকৰ্ম্মকারক থাকিত, তন্মধ্যে গুণী জ্ঞানী কৰ্ম্মদক্ষ দেশকালাভিজ্ঞ সাহসী নিলোভী এবং দূরদশী মিষ্টভাষী এক ব্যক্তি থাকিতেন, ইহার উপাধি তু, ইনি অন্যদেশ সম্পৰ্কীয় কৰ্ম্ম সম্পাদন করিতেন । রাজ কৰ্ম্মের নিয়ম —রজি স্বয়ং রাজ্য ও রাজ্যসম্পৰ্কীয় কৰ্ম্ম সম্পাদন করিতেন। সেনাপতি সেনাগণের অধ্যক্ষতা করিতেন। যুদ্ধ বা সন্ধি কৰ্ম্ম দূতদ্বারা সম্পাদিত হইত। কাহার দণ্ড হইলে বিচারসম্পৰ্কীয় কর্মকারকের তাহ নিম্পাদন করিতেন । এই সকল কৰ্ম্ম রাজকর্তৃত্বাধীন ছিল । কিন্তু অন্য কোন কৰ্ম্মানুরোধে অনবকাশ হইলে মন্ত্রীর প্রতি ঐ সকল কৰ্ম্মের তারাপণ করিতে পারিতেন । গ্রামের কৰ্ম্ম গ্রামের প্রধান ব্যক্তিদিগের দ্বার সম্পাদিত হইত। ইহঁার কেহ দশ, কেহ শত, কেহ সহস্র গ্রামের কর্তা ছিলেন । ইহুদিগের উপর এক ২ জন অধ্যক্ষ থাকিতেন, গুণমাধ্যক্ষেরা ভঁাহাদিগের স্থানে জাপন আপন অধীন প্রজাদিগের ভুক্ৰিয়ার সংবাদাদি করিতেন । g রাজা স্বয়ং এই সকল গ্রামস্থ প্রধান ও অধ্যক্ষ নিযুক্ত করিতেন। ইহঁদের বেতনসম্বন্ধে এই নিয়ম