পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ ভারতবর্ষের ইতিহাস । ছিল—দশ গ্রামের অধ্যক্ষ ছুইখানি লাঙ্গলে ধৈ-পঞ্জি= মণি ভূমির চাষ হইতে পারে তাহ পাইবেন । শতগ্রামের অধ্যক্ষ একখানি ক্ষুদ্র গ্রামের ভূমি ভোগ করিবেন । এবং সহস্র গ্রাম বা শহরের অধ্যক্ষ এক খান বৃহৎ গ্রাম বা শহরের ভূমি পাইবেন । ইহা ভিন্ন দেশের এক এক ভাগে সেনা থাকিত, এবং প্রত্বেকে স্থানে এক এক জন সেনাপতি থাকিতেন, ইহার সৰ্ব্বদা শক্রচক্র হইতে দেশ রক্ষা করিতেন । রাজস্ব গ্রহণের এই নিয়ম ছিল, ভূমিতে যে শস্য উৎপন্ন হইবে, তাহার ব্যয় বিবেচনা করিয়া রাজা কাহার দ্বাদশ অংশ, কাহার অষ্টম অংশ, কাহার ষষ্ঠাংশের এক অংশ, রাজস্ব স্বরূপ গ্রহণ করিতেন । যুদ্ধাদি উপস্থিত হইলে চারি অংশের এক অংশ পর্যন্ত লইতে পারিতেন । স্বর্ণ রূপ্য রত্ব ও পশ্বাদির উপর পঞ্চ শৎ অংশের একাংশ, যুদ্ধসময়ে পঞ্চমাংশের একাংশ লইতেন । বৃক্ষ, মাংস, মধুপক ও আর আর সুগন্ধীয় দ্রব্যের ষষ্ঠাংশের একাংশ পাইতেন । ইহা ভিন্ন ৰাণিজ্যের লভ্য বিবেচনা করিয়া রাজা তাহার পঞ্চমাংশের একাংশ পাইতেন । কোন ব্যক্তির উত্তরধিকারী না থাকিলে, রাজা তাহার সম্পত্তি প্রাপ্ত হইতেন । কিন্তু কোন স্বামিহীন দ্রব্য প্রাপ্ত হইলে ঘোষণা দেষ্ণামাইত ঐ প্রব্যের স্বামী তিন বৎসরের মধ্যে