পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

`७२ ভারতবর্ষের ইতিহাস। श्रृंकर्षक कन7 अंश्ॐ कद्री श्रांठूद्र दिबांश् । बङ्ग कनTi উভয়ে পরস্পর ইচ্ছাপূৰ্ব্বক মিলিত হওয়া গান্ধৰ্ব্ব ৰিবাহ । কন্যার আত্মীয়গণকে বিনাশ করিয়া ৰ৷ তাহীদের হস্ত পদাদি ছেদ করিয়া অথবা প্রাচীরদি ভেদ করিয়া রোরুদ্যমান। কন্যাকে বলপুৰ্ব্বক ડાબ করা রাক্ষস বিবাহ। নিদ্রিত বা মুরাপানে অভিভূত অথবা অসাবধান কন্যাকে নিৰ্জ্জনে হরণ করা উপশাচধ iङ । ইহার মধ্যে প্রথম চারি প্রকার বিবাহ রক্ষণদিগের মধ্যে প্রচলিত ছিল । আমুর গান্ধৰ্ব্ব ও রাক্ষস এই তিন প্রকার বিবাহ ক্ষত্ৰিয়দিগের মধ্যে ছিল । ব্রাহ্ম বিবাহও ক্ষজিয়দের হইত। গান্ধৰ্ব্ব বিবাহব্রাহ্মণাদিতেও প্রচলিত ছিল । পৈশাচ বিবাহ ধৰ্ম্মযুক্ত ছিল কন্যা দানের এই নিয়ম ছিল, পিতা অষ্ট ব্লৎসরের মধ্যে কন্যা দান করিবেন। কন্যার বিবাহ-যোগ্য বয়ঃএপ্তির পর তিন বৎসরের মধ্যে পিতা কন্যা দান नी করিলে কন্যা আপনি স্বামী গ্রহণ করিবেন । সবর্ণে বিৰাহ কয়াই উত্তম কম্প বলিয়া গণ্য ছিল । সগোত্রে বিবাহ করা একেবারে নিষিদ্ধ। এক্ট বর্ণের পুরুষ বর্ণান্তরে বিৰাহ করিতে পারিবৈ ইহারও ৰিধি ছিল, এ কথা পুৰ্ব্বে লেখা গিয়াছে। স্ত্রীৰিয়োগ । হইলে বা ৰিবাছের পর অষ্টবৰ্ষ পর্যন্ত স্ত্রী বন্ধ৷