পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ শাসন | ^2 \, থাকিলে, কিম্ব একাদশ বৎসর পর্য্যস্ত পুত্রবর্তী না হইলে পুরুষ অন্য স্ত্রী গ্রহণ করিতে পারেন এমন বিধি ছিল । কিন্তু তাহা হইলেও প্রথম কী কন্দ্রীর নীয় থাকিতেন। ভ্ৰষ্ট বা দ্বেষ্ট স্ত্রীকে পরিত্যাগ করিবার বিধি ছিল । এই সকল কারণ ভিন্ন একের অধিক বিবাহের নিয়ম ছিল না । স্ট্র্যতীত স্ত্রীলোকের দ্বিতীয়বার বিবাহ করা যদিও নিষিদ্ধ ছিলনা, কিন্তু এরীতি বড় চলিত হয় নাই । এবিষয়ের এই নিয়ম ছিল, পুরুষ পৰ্ম্মার্থ বিদেশ গমন করলে স্ত্রী অষ্ট বৎসর পর্য্যস্ত তাহার অপেক্ষা করিকে । क्रोनউল্লাৰ্জ্জনু জন্য বিদেশ গমন করিলে ছয় বৎসর অপেক্ষা করিবে । মুখাভিলাষে বা ধন উপজ্জনার্থ গমন করিলে তিন বৎসর পর্যন্ত অপেক্ষা করিবে, তাহার শ্বর তাঁহাকে ত্যাগ করিয়া অন্য স্বামী গ্রহণ কুরিবার বিধি ছিল । উত্তরাধিকারিত্ব —পুত্রই* পিতার ধনাধিকারী, পুত্র • ঔরস, ক্ষেত্রজ, দত্তক, কৃত্রিম, গুচোৎপন্ন, অপৰিস্ক, কানীন, সত্ত্বেঢ়ি, ক্রীত, পেীনত্বক, স্বয়ংদত্ত, শৌদ্র এই দ্বাদশ প্রকার পুত্ন । א DBBBB BBDDDS DDDDS DDBGBB BDDDGBBBB BBB ঔরস পুত্র বলা যায় । গতি মরিলে ক্লীৰ স্থির কইলে বা ব্যাধিত হইলে তাকার স্বীতে নিয়োগধৰ্ম্মানুসারে উৎপাদিত পুত্র ক্ষেত্রজ । কোন সজাতীয় ৰ্যক্তির পুত্রভিাৰ হইলে, মতি: ব। পিতা পরস্পর সম্মতি পূর্বক তীক্ষাকে যে পুত্র দান করেন সে