পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 ভারতবর্ষের ইতিহাস । তৎপরে কল্প সজিক্ষপ্তসার মুগ্ধবোধ সুপষ্ম প্রভূক্তি তার সার ব্যাকরণ লিখিত হইয়াছে, তাহাতেও সংস্কৃত ভাষার অপরিসীম গৌরব প্রকাশ পাইয়াছে । ইহা ভিন্ন কাব্য নাটক অভিধান ও আলস্করিক গ্রন্থ অনেক আছে, তাহাতেও সংস্কৃত সাহিত্যের কিছুমাত্র ক্রটি দেখা যায় না । প্রাচীন কালে এই দেশে যে যে বিদ্যার আলোচনা হুইত, এই গ্রন্থে তাহার সমৃদয়ের বিবরণ ༼ཨུ་ཨཱt অসাধ্য, কিন্তু যতদুর সাধ্য তাহার সঙ্ক্ষেপ বর্ণন করা স্বাইতেছে । জ্যোতিষ ।--হিন্মুদিগের জ্যোতিষ শাস্ত্র অতি প্রাচীন । ধৰ্ম্মপুস্তক বেদের মধ্যেও এই জ্যোতিৰ আছে । ইউরোপীয় যে সকল পণ্ডিতের হিন্দুপ্রীধ+ ন্যের বিরোধী, ওঁাহারাও স্বীকার করেন যে খৃষ্টাব্দের ৩১ • ১ বৎসর পুৰ্ব্বে, অর্থাৎ কলির প্রারম্ভে, ভারতৰধীয় জ্যোতিৰ্ব্বিদগণ যে সকল পৰ্য্যৰেক্ষণ করিয়া ছিলেন তাহা অদ্যপি রহিয়াছে, ও তাহীতে জান্তি মাজ নাই। ফরাণী দেশীয় বেলি নামৰ জ্যোতুিৰ্বেত্ত কহিয়াছেন যে পাড় হাজার বৎসর পুৰ্ব্বে ੇ যে সকল জ্যোতিষ গ্রন্থ লিখিত হইয়াড়ে তাহ অদ্যপি প্রাপ্ত হওয়া যায়, এবং সেই প্রাচীন কায়েও ভারত৯ বর্ষে এই বিদ্যার বিশেষ উন্নতি হইয়াছিল।"