পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q E፦ ভারতবর্ষের ইতিহাস । অতএব হিন্দুশাস্ত্রকে কি প্রকারে ভ্রান্তিমূলক অলীক । ৰলা ধায়, বরং এ কথা বলাযাইতে পারে ভারতবর্মের প্রাচীন মত ইউরোপ খণ্ডে নবীন হইয়াছে । ফলতঃ গ্ৰীশদেশে যখন বিদ্যালোচনার উল্লেখ ছিল না, তখন এ দেশের বিদ্যোন্নতির এক প্রকার হ্রাস হইয়া আসিতেছিল । তাহার বহুকাল পবে পিথাগোরস প্রভৃতি গ্ৰীশদেশীয় পণ্ডিতগণ হিন্দুশাস্ত্রের মৰ্ম্মজ্ঞানে যত্নবান হইয়াছিলেন । এবং সিকন্দর মহাবীরের সমভিৰ্যঃহারী সেনানীগণ ব্রাহ্মণ দিগের শাস্ত্র বিষয়ক সিদ্ধান্ড অনেক অবগত হইয়া ছিলেন । তৎকালে ভারতবর্ষেব সৌভাগ্য-ভানু অস্তপ্রায় হইয়াছিল, সুভরাং জ্ঞানলোচনার পুৰ্ব্ববৎ প্রাচুর্য্য ছিল না, তথাপি যাহা ছিল, তাহাই অন্যের পঞ্চত । ঐ সময়ে গ্রীশ দেশের লোকদিগের এরূপ সংস্কার ছিল ৰে পৃথিবী অচল পদার্থ, এবং স্থৰ্য্যাদি ইহার চতুদিকে জমণ করে । পরে মহাধীসম্পন্ন পিথাগোরস, এনেক্লিমেন্দর প্রভূতি তদেশীয় কয়েক জন পণ্ডিত ভারতবর্ষীয় পণ্ডিতগণের বিশুদ্ধ সিদ্ধান্ত অবগত হইয়। তাহা স্বদেশে প্রচার করেন । সাধারণের মভের বিলু-, স্বাদিত্তায় ঐ মত উৎকালে তথায় বন্ধস্থল ইজে পারে নাই। তদনন্তর খৃষ্টারে ষোড়শ ਅੱਲ੍ਹਐਂਡ ইটালি দেশবাসী কোপৰুিল নাম এক পণ্ডিত ঐ,