পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9 е ভারতবর্ষের ইতিহাস । সংযোগ হয়; সেইরূপ প্রকৃতির সহিত পুরুষের নির্লেপ সংযোগ হইয়tথাকে। প্রকৃতিপুরুষে এই রূপ মিলিত হইয। জগৎ সৃষ্টি করেন । প্রকৃতির সহিত পুরুষের সংযোগ রহিত হইলেই পুরুষের মুক্তি হইল, এতদেশে কপিল মুনি প্রণীত সাস্থ্যস্থত্র (সাস্থ্যপ্রবচন) ও বাচস্পতি মিশ্র প্রণীত সাস্থ্যতত্ত্বকৌমুদী প্রভৃতি কতিপয গ্রন্থ এক্ষণে প্রচলিত অাছে । { পাতঞ্জল দর্শন পতঞ্জলি মুনি প্রণীত --সাস্থ্য মতের সহিত পাতঞ্জলের পদার্থ ভেদ প্রায় কিছুই নাই। কিন্তু পতঞ্জলি, পুরুষ ভিন্ন আর এক ঈশ্বর স্বীকার করিয়া থাকেন । সেই ঈশ্বরজ্ঞান এবং তৎ প্রাপ্তির প্রধান উপায় যোগ, এই নিমিত্ত ইহাকে যোগশাস্ত্র কহে -- যোগ শব্দের অর্থ মিলন, অর্থাৎ, ঃকরণ স্থির করিয়া ঈশ্বরে মিলিত করার নাম যোগ । যোগ সিদ্ধি হইলেই ঈশ্বরপ্রাপ্তি ও মুক্তি হইল । যোগ সিদ্ধির উপায় আট প্রকাNৈ—যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধান, খ aকরণের বহিৱৰ্ত্তি নিৰ্বত্ত করিয়া কেবল ঈশ্বরে নিয়োগ করার নাম যম। ইন্দ্রিয়বর্গের পার্ক্সৰ্বত্তি নিৱৰ্ত্তির নিমিত্ত তাহদের দমনকে নিয়ম কহে। মাসন পাঁচ প্রকার পদ্মাসন, স্বস্তিকাসন, ময়ূরাসন, কুয়ুটাসন, নীরাসন। নিয়মিত আসনে বসিয়া দক্ষিণ