পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, সপ্তম সংখ্যt হাওয়ার পরিবর্তনের সহিত জীব ও উদ্ভিদ দেহের বাহ্যিক ও আভ্যন্তরিক পরিবর্তন অবশুম্ভাবী। প্রকৃতির এরূপ ক্রমোন্নতি বা পরিণতিকে বিবর্তন (evolution) বলা হয়। এই বিবর্তন কিন্তু প্রকৃতপক্ষে পাকস্থলী, যকৃৎ প্লীহাদি দেহ-যন্ত্রের শারীর কার্য্যের (physiological action) to Ato পারিপাশ্বিকের শক্তি পরীক্ষা করিবার জন্ত Vire নামক জনৈক ফবাসী পণ্ডিত চিংড়ী জাতীয় কতক গুলি মাছকে ফাকা পুষ্করিণী ও নদী হইতে লইয়া পাবী (Paris) নগরীর গাঢ় অন্ধকারময় যন্ত্রাগারে রক্ষা কবেন। আলোকহীন স্থানে কয়েকমাস বাস করায়, পরিচালনার অভাবে উহাদেব দৃষ্টিশক্তি নষ্ট হইয়া যায় ; কিন্তু ভ্রাণ ও স্পর্শেন্দ্রিয়ের কার্য্য বৃদ্ধি হওয়ায় ঐ সকলের দ্রুত উন্নতি লক্ষিত হয়। গ্রীষ্মকালে জলাঙ্গী নদীব স্রোতহীন ( বদ্ধজলে ) জলে শৈবাল পরিবৃত হইয়া থাকায় একটি ইলিশমাছের অবস্থা এরূপ হইয়াছিল যে প্রথমে উহাকে ইলিশমাছ বলিয়া চিনিতে পাবা যায় নাই। বর্ষার স্রোতের সহিত আসিয়া উহ। পরে আর গঙ্গা বা পদ্মানদীতে ফিরিয়া যাইতে পারে না বলিয়াই হয়ত আবদ্ধজলে থাকিতে বাধ্য হইয়াছিল ও শৈবালের রং পাইয়াছিল। উদ্ভিদ সম্বন্ধেও এইরূপ পরিবর্তন দেখা যায়। গ্রীষ্মদেশীয় আম, জাম, খেজুর প্রভৃতি বৃক্ষ, পাৰ্ব্বত্য বা শীতপ্রধান দেশে নীত হইলে তত্ত্বত্য বৃক্ষাদির গুণপ্রাপ্ত হয় । স্বভাবের প্রভাবে জীব ও উদ্ভিদের মধ্যে এইরূপেই ধীরে ধীরে পরিবর্তন সংঘটিত হইয়া ক্রমে ক্রমে ভিন্ন ভিন্ন শ্রেণীর উৎপত্তি হইয়া থাকে। পিতা মাতার সহিত সন্তানেব সম্বন্ধ brR> এক্ষণে জিজ্ঞাস্ত এই যে এইরূপ পরিবর্তন কি সস্তানে স্থায়ীভাবে সংক্রাণিত হইতে পারে ? আর হইলেও ঐ সকল নুতন গুণ পূৰ্ব্ব পারিপাশ্বিকের মধ্যে ক দিন স্থায়ী হইয়া থাকে ? পূৰ্ব্বোক্ত টক গোড়ালেবু শ্রীহট্টে ফিবিয়া গেলে তদুংপন্ন বৃক্ষের ফল পূৰ্ব্বপুরুষেব সুমিষ্টভাপ কি পুনরায় প্রাপ্ত হইতে পারে ? এইরূপ পূৰ্ব্বোক্ত অন্ধ চিংড়ি বা কৃষ্ণকায় ইলিশের সন্তানগণ পৈতৃক আলোকময় বাসস্থানে পুনবায় স্থাপিত হইলে পূৰ্ব্বপুরুষেব দৃষ্টিশক্তি বা উজ্জল শ্বেতবর্ণ ফিরিয়া পাইতে পারে কি ? তুর্ভাগ্যবশতঃ বৈজ্ঞানিকগণেব পৰীক্ষার ফল এ বিষয়ে সম্যক পবিস্কুট নহে ! নুতন পারিপাশ্বিকের প্রভাবে কোন জীব বা উদ্ভিদের পরিবর্তিত প্রকৃতি ও গুণাবলী সন্তানে স্থায়ীভাবে সংক্রমিত হইলে বিবৰ্ত্তনবাদ অনেক পরিমাণে সহজবোধ্য হইয়া যায় । আংশিক পরিবর্তন (voriation) বিবর্তনের প্রথম স্তর হইয় উঠে । যাহারা নুতন অবস্থানের সহিত সহজে ও শীঘ্র শীঘ্র মিল করিয়৷ লইতে ন পাবে, তাহারা জীবন সংগ্রামে ক্রমে পশ্চাদপদ হইতে থাকে ও পরিশেষে বিলোপ পাইতে বাধ্য হয় ; কারণ সংসারে যোগ্যতমের উদ্বর্তন ও অযোগ্যের বিনাশ অবশুম্ভাবী । প্রসিদ্ধ বৈজ্ঞানিক ডার বন এবং তাহার সমসামযিক হাৰ্ব্বাট স্পেন্সর হক্সলি প্রভূতি জীবতত্ত্ববিদ পণ্ডিতগণ বিশ্বাস করিতেন যে জীব ও উদ্ভিদের শারীর যন্ত্রের আভ্যন্তরিক বিশেষ পরিবর্তন উহাদের সস্তানে সংক্রমিত হইয় থাকে । ড:রলিনের মৃত্যুর পর