পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bz22 .õîòzwfqw A. Weisman & fotoj Noiz প্রকাশ করেন । তিনি ১৫টা ইন্দুরের ২২ পুরুষ ধরিয়া লেজ কাটিয়া দেন কিন্তু তাহাতেও লেজের আকৃতি ছোট হয় নাই বা উহাব Cat-i sã afè Cope, Rosenthal att Ritzcma নামক পণ্ডিতগণ এরূপ পরীক্ষা কবিয়া একই সিদ্ধান্তে উপনীত হন । সুতবাং বলা যাষ্টতে পাবে যে কোন এক অঙ্গের বাহ্যিক হানি বা বিনাশ সস্তানে সংক্রমিত হয় না । কিন্তু এ বিষয়টি যে ডারবিনের অজ্ঞাত ছিল তাহা নহে । তিনি জানিতেন যে ভেড়ার লেজ বা কুকুরের কাণ কয়েক পুরুষ ধরিয়া কাটিয়া দিলেও শাবক কাণ হীন হয় না । সেইজন্ত তিনি সিদ্ধান্ত করিয়াছিলেন যে কয়েক পুরুষ ধরিয়া অঙ্গবিশেষের আংশিক বিলোপ হইলেও যদি ঐ সময়ে পীড়া দেখা না দেয় তবে বিলুপ্ত অঙ্গ সস্তানে দেখা দিয়া থাকে । এইরূপ বিলুপ্ত না হইবার অনেক কারণ আছে ; \s*iltsff &x;ji°j* Nussbaum ACzizi যে ভ্রণের এইরূপ ক্ষমতা আছে যে বিলুপ্ত অংশটিকে সহজে ও শীঘ্র শীঘ্র মেরামত (regenerate) করিয়া লইতে পারে । অধ্যাপক BrownScquaid গিনি-শূককের মেরুদণ্ড আহত করিয়া দেখেন যে আহত শূকরের সংষ্ঠাস রোগ দেখা দেয় এবং ঐ রোগ শূকর ছানাতে সংক্রমিত হইয়া থাকে। এক্ষেত্রে কোনরূপ সংক্রামক বীজাণুর সম্পর্ক ছিল না । অন্তরূপে অস্ত্র করিলে কিন্তু পূৰ্ব্বোক্ত ংষ্ঠাস বেগ সস্তানে সংক্রমিত হইতে দেথা যায় নাই। সুতরাং স্বীকার করিতে হয় মে কোন কোন প্রকারের ক্ষত বা ভারতী কাৰ্ত্তিক, ১৩২০ আঘাতের ফল সন্তানে সংক্রমিত হইয়া থাকে । অতএব এইরূপ একটা মতবাদের (theory) অবিশু্যক যাহা দ্বারা সস্তানে বংশগত গুণাবলীর প্রকাশ ও পারিপাশ্বিকের প্রভাবে নুতন ভাবের আবির্ভাব উভয়েরই ব্যাখ্যা করা যাইতে পাবে । এ সম্বন্ধে প্রধানতঃ দুইটি মতবাদ দেখা যায়—একটি ডারবিনের অপরটি Weisman এব । ডারবিন বলেন জীব ও উদ্ভিদের দেহ ক্ষুদ্র ক্ষুদ্র কোষের সমষ্টিমাত্র । এই সমুদায় কোষ হইতে অতীব ক্ষুদ্র ক্ষুদ্র সজীব অংশ পরিত্যক্ত হয়। উহাদিগকে তিনি কোরকগণু (gemmule) নামে অভিহিত করেন। এই সমস্ত কোরকাণু আবার সময়ে পুষ্ট ও বিভক্ত হইয়া জননক্ষম মাতৃকোষ (mother-cell) উৎপন্ন করিয়া থাকে । তিনি আরও বলেন যে অত্যন্ত ক্ষুদ্র হাওয়ায় কোর কাণু সমূহ জীব ও উদ্ভিদের সমুদায় অঙ্গে চলিয় বেড়াইতে পারে। এমন কি ভিন্ন ভিন্ন কোষেব আবরণ ভেদ করিয়া অবশেষে উৎপাদক কোষ (reproductive calls) x8, otol & করে । এইজন্তই জীব ও উদ্ভিদের বিভিন্ন অঙ্গের কোষ সমূহের প্রতিনিধি স্বরূপ কোরকাণু সকল উৎপাদক কোষে সংগৃহীত হইতে পারে ; – প্রতি যন্ত্র, প্রত্যেক টিম, অস্থি, পেশী শিরা, ধমনী ইত্যাদি সকলেরই প্রতিনিধি স্বরূপ কোরকাণু উৎপাদক কোষে সমুপস্থিত হয় এবং যখন সস্তান উৎপাদনের সময় উপস্থিত হয় তখন ঐ সকল কোষ কোরকাণু প্রেরণ করে । কাজেই সৰ্ব্ববিধ কোরকগণুর সমবায়ে উৎপন্ন যন্তান রংশগত