পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদেশিনী ( ফরাসী হইতে ) প্রশান্ত-সাগর-জলে ঢেউ তুলে চলেছে জাহাজ, গ্রামভারি-সুগম্ভীর যাত্রী তাহে যুবক ইংরাজ । জাহাজ লাগিল এসে ভেসে ভেসে দ্বীপ সুগন্ধায়, সে দ্বীপেধ রাণী তীয়া’ বসেছিল সৈকতে সন্ধ্যায়। বিদেশীরে চক্ষে হেরি মুগ্ধ নারী—ঝিনুকের হার— কণ্ঠ হ’তে খুলি দ্রুত,-ছুড়ে দিল উদ্দেশ তাহাব ; মেলি বাহু, মাণ্যরূপে প্রেরিল সে যেন আলিঙ্গন, গ্রামভারি যাত্রীটি সে আমন্ত্ৰণ করিল গ্রহণ ... তারপর মাসাবধি মহোৎসব চলিল উল্লাসে বাশের কেল্লার মাঝে ;—বিদেশিনী বিদেশব পাশে । পাতিয়া শীতল পাটি তোষে তীয়া’ অতিথির মন, আনে৷লিত বক্ষ তার— চক্ষে ধরা পড়িছে স্পন্দন । তারপর ঘনাইয় এল যবে বিদায়ের দিন,-- ফু৭াল মিলন-মেলা, হাসি খেলা ; তীয়া অশ্রহীন সাজাইল ধীরে ধীরে সিন্ধুতীরে চন্দনের চিতা ; বিদায় লইয়া, হায়, চলে গেল দু’দিনের মিতা । তারপর হেলে ছুলে ঢেউ তুলে চলিল জাহাজ ; জ্বলিল চন্দন-চিতা,--জল হ’তে দেখিল ইংরাজ,— দেখিল সে পাংশুমুখে,– মানিল না বিস্ময়ের লেশ ; সুগন্ধ চন্দন সমে সিন্ধুতীরে তীয়া ভস্মশেষ । শ্ৰীসত্যেন্দ্রনাথ দত্ত আর্য্যদিগের উত্তর কুৰুবাসের একটা বৈদিক প্রমাণ বৈদিক আৰ্য্যদিগের আদিনিবাস যে উত্তর বর্তমান উত্তর-মেরুমণ্ডলের চিরতুষারাবৃত ফুরুতে ছিল তৎসম্বন্ধে বেদের একটা বিশেষ অবস্থা বিবেচনা করিলে তৎসন্নিকুটবৰ্ত্তী উত্তরনিদর্শনের আলোচনা আমরা উপস্থিত প্রস্তাবে কুরু প্রদেশ যে বিশেষরূপে শীতপ্রধান ছিল তাহ করিতে প্রয়াস পাইব । সহজেই আমরা অনুমান করিতে পারি এবং