পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, সপ্তম সংখ্যা আর্য্যদিগেব উত্তর কুরুবাসেব বৈদিক প্রমাণ ইহাও অনুমান কবিতে পারি যে উত্তব মেরুমণ্ডলে যেরূপ বৎসবের অধিকাংশ সময় শীতেব প্রাদুর্ভাব থাকে উত্তৰ কুক প্রদেশেও তদ্রুপ বৎসবের অধিকাংশ সময়ই শীতেব প্রাচুর্ভাব থাকিত । বৎসবের সুদীর্ঘকাল শীতের পূৰ্ব্বেক্তরূপ প্রাদুর্ভাব থাকিত বলিয়াই সুদীর্ঘ শীতকালের নামানুসাবেই বেদে বৎসবেব প্রথম নাম পবিকল্পিত দেখিতে পাই । শীতের “হিম” নাম হইতে বেদে বৎসর “হিম” নামেই উল্লিখিত হইয়াছে যথা— “ইদংস্থ মে মরুতে হৰ্য্য তা বচো যস্ত তরেম তরস শতং হিমাঃ ॥” ১৫ ( ঋগ্বেদ ৫ম মণ্ডল ৫৪ স্বত্ত ) “হে মরুৎগণ ! তোমবা অমাব এই স্তবে প্রসন্ন হও যেন এই স্তোত্র বলে আমবা শত শীতকাল অতিক্রম করিতে পাবি ৷ ( অর্থাৎ শতবৎসর জীবিত থাকিতে পাবি )” উদ্ধত ঋকে ‘তবসা’ ও ‘তবেম’ শব্দেব প্রয়োগ দেখিয়া শীতকাল কষ্টকব ছিল বলিয়াই ইহ উত্তীর্ণ হওয়ার কথা উল্লিপিত হইয়াছে এরূপ কেহ কেহ অনুমান কবিয়া থাকেন। কিন্তু পরবর্তী ঋকৃসকলে শীতের যে বর্ণনা পাওয়া যায় তাহাতে শীতকাল অবিমিশ্র কষ্টের সময় ছিল বলিয়া বোধ হয় না ; পরন্তু ইহা সুখের সময় ছিল বলিয়াই স্পষ্ট প্রতীয়মান হয় যথা— “মদেম শতাহিমাঃ সুবীরাঃ ।” ( ৮—ঋগ্বেদ ৬ষ্ঠ মণ্ডল ৪ ঋক্ । ) “আমরা যেন শোভন সন্ততি সম্পন্ন হইয় শত হেমন্ত (অর্থাৎ বৎসর) সুখ ভোগ করি।” (রমেশ বাবুর অনুবাদ । ) ১০ম, ১২শ, ১৩শ, ও ১৭শ ঋকে আমবা এই বর্ণনারই পুনরুক্তি দেখিতে পাই। ৮৩৩ শীতকাল কি প্রকার সুখকর হইত নিম্নোদ্ধত ঋক্টিব অর্থালোচনা করিলে আমরা তাহা বুঝিতে পাবিব ঃ– “বিশ্বাসাংগৃহপতিৰ্ব্বিশামসিত্বমগ্নে মানুষীণম্। শতং পুভিৰ্যবিষ্ঠ পাহং হসঃ সমেন্ধীরং শতং হিমাঃ স্তোতৃভ্যো যেচ দদতি ॥” ৮ ( ঋগ্বেদ ৬ষ্ঠ মণ্ডল s৮ স্বত্ত । ) “হে অগ্নি ! তুমি সমস্ত মনুষ্যেব গৃহপতি । হে যুদ্রতম অগ্নি ! আমি তোমাকে শত হেমন্ত প্ৰজলিত করিতেছি। তুমি আমাকে শত সংখ্যক রক্ষা দ্বাবা পাপ হইতে রক্ষা কর । যাহারা ত্বদীয় স্তোতৃবর্গকে ধন প্রদান করে, তাহাদিগকেও রক্ষা কর।” শীত প্রধান পাশ্চাত্য দেশে শীতকালের রাত্রি সময়ে গৃহগ্নিকুণ্ডের চতুর্দিকে কিরূপ আমোদ-সভা বসিয়া থাকে তাহাব জীবন্ত চিত্র ইংবেঙ্গ স্বভাবকবি কাউপাবেব (Cowper), টাস্ক (Task) নামক সৰ্ব্বজনপবিচিত কাব্যে অঙ্কিত হইয়াছে। মিসেস হিমেন্‌ (Mrs. Hemans) of Homes of England ( “ইংলণ্ডেব পবিবাব” ) নামক কবিতায় গৃঙ্গাগ্নিকুণ্ডেব চতুর্দিকে উপবেশনকারী পবিবরম গুলীব শীতকালেব রাত্রির সুখ ভোগ এইরূপে বর্ণনা করিয়াছেন :– “The merry homes of England Around their hearths by night, What gladsome looks of household love Meet in the ruddy light.” “ইংলণ্ডেব আনন্দময় পরিবারসকল রাত্রিতে তথায় গৃহাগ্নিকুণ্ডের চতুর্দিকে রক্তি