পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, সপ্তম সংখ্যা আর্য্যদিগের উদ্ভব কুরুবাসের বৈদিক প্রমাণ প্রভৃতি নামে যে বৎসরের উল্লেখ পাইয়াছি তাহাতে এই সিদ্ধান্ত লাভ করিতে পারি যে আর্য্যগণ উত্তর-কুরু হইতে ক্রমে যতই দক্ষিণদিকে অগ্রসর হইতেছিলেন ততই নুতন নূতন ঋতুব প্রভাব অনুভব করতঃ তত্তং ঋতুব প্রাধান্ত হইতে ইহাদের নামানুসারেই বৎসরের নুতন নূতন নামকরণ করিতে লাগিলেন। ঋতু বিশেষের প্রাধান্ত হইতে যে সেই ঋতুব নামানুসারে বৎসবে ব নাম হয় তাহাব পরিস্কার দৃষ্টান্ত আমাদের বৎসবের বর্তমান “বর্ষ” নামে পাওয়া যায়। “বর্ষ” নামট বর্ষ ঋতুর নামানুসারেই যে হইয়াছে তাহ উভয়ের এক রূপ ও এক মূল দ্বারা নিঃসন্দেহ রূপেই প্রতিপাদিত হয়। বেদে আমরা বৎসরের হিম, শরং, হেমন্ত, বসন্ত প্রভৃতি নাম পাইলেও “বর্ষ।” নামের কোন উল্লেখ প্রাপ্ত হুই না । ইহা হইতে আমরা অনুমান করিতে পারি যে আর্য্যগণ নুতন দেশেব সন্ধানে ভারতবর্ষে উপনীত হওয়াব পূর্বে এই নামের উৎপত্তি হয় নাই । ভারতবর্ষ বর্ষা প্রধান দেশ বলিয়া বৰ্ষাঋতুর নুতন প্রভাব ও দীর্ঘকাল ব্যাপীত্ব হেতু আৰ্য্যগণ ইহা বই নামানুসারে “বর্ষ” নামে বৎসরের নূতন নামকবণ করিলেন। হিম ঋতু যে আর্য্যদিগের প্রথম ও প্রধান ঋতু ছিল, শীতকালের আর্য্যসাধারণ “হিম” নাম হইতেই তাহার প্রকৃষ্ট প্রমাণ পাওয়া যাইতে পারে। আচাৰ্য্য মোক্ষমূলর পাশ্চাত্য প্রাচীন আর্য্যভাষা সকলে এই “হিম” নামের অপভ্রংশ আবিষ্কার করতঃ অনুমান করিয়াছেন যে আর্য্যগণ অধিক দক্ষিণ দিক হইতে আগমন করেন নাই। তিনি লিখিয়াছেন ঃ – “That the Aryans did not come レ"○○ from a very southern clime has long been known, since they possessed common names for winter, such as Sanskrit, hima, Latin hiems, Old Slav zima, Irish gam.” Biographies of Words by Prof. Maxmuller p. 1o3. “ আৰ্য্যগণ যে অধিক দক্ষিণ দেশ হইতে আগমন কবেন নাই তাহ বহুকাল হইতেই জানা গিয়াছে, কাবণ তাহাদেব ভাষায় শীতকালেব একই সাধাবণ নাম পাওয়া যায় যথা—সংস্কৃতে 'হিম ; লাটিনে, ‘হায়েম্স্ ; প্রাচীন স্লেভ ভাষায় ‘যিম" এবং আইবিস্ ভাষায় 'জেম্‌ ৷” এই প্রকারেব ভাষা বিজ্ঞানেব প্রমাণ হইতে পাশ্চাত্য পুবাতত্ত্বানুসন্ধিৎসু ফ্রেজীব তদীয় “ভারতের সাহিত্যমূলক ইতিহাস” (Literary History of India) ain’s গ্রন্থে মত প্রকাশ কবিয়াছেন যে, এরূপ দেশই আর্য্যদিগের মূল-বাসভূমি ছিল যেখানে অধিকাংশ সময়ই শীতেব প্রান্তর্ভাব থাকি ত । কিন্তু ভাষাবিজ্ঞান হইতে ব্যক্ত হয় যে, তথাকার জল বায়ু অধিকাংশসময় শৈত্যবিশিষ্ট থাকিলে, তথায় গ্রীষ্মও যে অনুভূত না হইত তাহী নহে ।” “Philology can however, tell that the Aryans came from a land where the climate was for the most part, cold, although a summer was known.” Literary History of India by R. W. Frazer L.L.B. p. 13. ঐশীতলচন্দ্র চক্ৰবৰ্ত্তী ।