পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্দেশবাহক পারাবত আজকাল ঘোড়দৌড়েব ন্তায় শূণ্ঠমার্গে পায়রার দৌড় ও ইংলণ্ডে বেশ প্রচলিত হইতেছে । সে পানে ইহা একটি বিশেষ আমোদ জনক কৌতুক হইয়া দাড়াইয়াছে। আমাদেব মহিমান্বিত সম্রাট জর্জের ও এই ক্রীড়ার প্রতি বিশেষ অনুবাগ দেখিতে পাও ৷ যায়। সাণ্ডিংহামে তাহাব পায়রাব বাসেব জন্ত কতক গুলি নির্দিষ্ট উচ্চ মঞ্চ আছে ; সে গুলি বাস্তবিকই দর্শনীয় জিনিস । এই পত্রবাহক পারাবতগণের স্ব স্ব বা সাব প্রতি এক স্ব ভtলসিদ্ধ অত্যাশ্চর্য্য আসক্তি দেখিতে পাওয়া যায় ; এবং সেই জন্তই ইহাদিগকে বাস হইতে অনেক মাইল দূরে লইয়া গিয়া ছড়িয়া দিলেও, ইঙ্গার পথ চিনিয়া বাসায় ঠিক প্রত্যাবর্তন করে । এই কৌতুকজনক ক্রীড়ায় সম্রাটের অনুবাগ বহুদিন পূৰ্ব্বেই জান গিয়াছিল। s*izi fsfā Duke of York 3*iff{{fat i সে সময় দেশ-ভ্রমণে বাহির হইয়৷ নিউজিলাণ্ডের অন্তর্গত অকল গু প্রদেশে পদার্পণ করিলে, গ্রেট ব্যারিয়ার দ্বীপের অধিবাসিগণ র্তাহাকে সাদর স্বাগত সম্ভাষণ জানাইবার জন্ত কপোতের দ্বারা এক অভিনন্দন পত্র প্রেরণ করিয়াছিলেন । নিউ জিলা গু ও গ্রেট ব্যারিয়ার দ্বীপ— এই দুই স্থানের মধ্যে সমুদ্রের ব্যবধান ৫৮ মাইল । ইহাদের মধ্যে সংবাদ আদান প্রদানের জন্ত কোন প্রকার টেলিগ্রাফের বন্দোবস্ত নাই ; এবং অতি অল্পসংখ্যক জাহাজই এই দুই দেশের মধ্যে যাতায়াত কবে । সেইজষ্ঠ পত্রবাহক পারাবতের সাহায্যেই সংবাদ এবং পত্রাদি প্রেরিত হইয়া থাকে । গ্রেট ব্যাবিয়া ব দ্বীপবাসিগণ র্তাহীদের অস্তবিক রাজভক্তি ও সাম্রাজ্যেব প্রতি প্রবল অনুবাগ সম্রাটকে জ্ঞাপন করিবাব জন্ত পা বাবতেব দ্বী বা পত্র প্রেবণ করিয়াছিলেন । পত্রটি গন্তব্য স্থানে লইয়া যাইতে ৬২ মিনিট সময় গিয়াছিল । মহানুভব সম্রাট এই আশ্চর্য্যজনক উপায়ে অভিনন্দন পত্র প্রাপ্ত হইয়। এতদূব সন্তুষ্ট হ’ন যে, তৎক্ষণাৎ সেই পত্রের ফোটো তুলিয়া লইতে আদেশ কবেন । পত্রবাহক পারাবতের দৌড়ের বেগ ঠিক নিরূপণ করা সহজ নহে । কয়েক বৎসর পূৰ্ব্বে একজন বিখ্যাত ক্রীড়ানুরক্ত ইংরাজ, ব্রাসেলস্ হইতে লণ্ডনে উড়িয়া যাইবাব জন্ত র্তাহাব তিনশত পায়রার ঝাক ছাড়িয়া দিয়াছিলেন । এই দুই নগবের মধ্যে দুইশত মাইল দূৰত্ব বর্তমান। পায়রাদের শূন্তে ছাড়িয়া দিয়াই তিনি র্তাহার ইবোজ বন্ধুগণকে ইহাদেব যাত্রাবিষয়ে অবগত করাইবার জষ্ঠ টেলিগ্রাফ-আফিসে উপস্থিত হইলেন ; এবং এই মৰ্ম্মে তাহদের নিকট তারে সংবাদ প্রেরণ করিলেন যে, ‘পায়রাদের ছাড়িয়া দেওয়া হইয়াছে। আকাশ নিৰ্ম্মল, নিমেঘ ; বাতাস দক্ষিণ-পশ্চিম মুখে । কিন্তু এই টেলিগ্রাম তাহার বন্ধুদের হস্তগত হইবার পূৰ্ব্বেই, পূৰ্ব্বেক্ত. উড্ডয়ান পারাবতগণের মধ্যে একট পায়বা তাহদের সমীপে আসিয়া